Gaza Under Attack: হামাসরা সুড়ঙ্গে জাল বিছিয়ে অপেক্ষা করেছে ইজরায়েল সেনাদের জন্য, জানুন তথ্য
লম্বা আর গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে হামাস জঙ্গিরা। প্রায় ৪০ হাজার জঙ্গে অপেক্ষা করে রয়েছে ইজরায়েল বাহিনীর জন্য। সূত্রের খবর গাজায় টানেলে মজুত করেছে প্রচুর অস্ত্র। খাদ্য আর চিকিৎসা সরঞ্জামও রেখেছে।
গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে হামাসরা। গাজার মাটির তলায় টানেলেই ইজরায়েল সেনা বাহিনীর অপেক্ষা করছে। সেখানেই মজুত করা হয়েছে অস্ত্র, ক্ষেপণাস্ত্র, খাদ্য আর চিকিৎসা সরঞ্জাম।
সুড়ঙ্গ শহর
প্যালেস্টাইনের গাজায় সুড়ঙ্গ শহরে হামাস জঙ্গিরা কয়েক মাস পর্যন্ত বেঁচে থাকার আর যুদ্ধ করার মত রসদ জড়ো করেছে। তারা সেখানেই অপেক্ষা করছে ইজরায়েল বাহিনীর।
যুদ্ধ বিরতি
আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করে ইজরায়েল সাময়িক যুদ্ধ বিরতির পথে হাঁটতে পারে। কারণ প্যালেস্টাইন ও গাজায় ইজরায়েলের হামলায় মৃত্যুর সংখ্যা দিনে দিনে বাড়ছে।
পণবন্দি
ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে পণবন্দিদের নিয়ে আলোচনা হচ্ছে। প্যালেস্টানীয় পণবন্দিদের বদলে ইজরায়েলের পণবন্দিদের মুক্তি দেওয়ার কথাবার্তাও চলছে।
আলোচনায় হামাসের কর্তারা
কাতাদের মধ্যস্ততায় হামাসের চার জন কর্মকর্তা পণবন্দিদের নিয়ে আলোচনা হচ্ছে। হামাসরাও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলকে পণবন্দিদের বিষয়টি স্পষ্ট করে দিয়েছে।
হামাসদের দাবি
গাজায় ইজরায়েল ১৫ বছর ধরে যে অবরোধ চালিয়ে আসছে তার অবসান চায় হামাস। পাশাপাশি ইজরায়েল এলাকা সম্প্রসারণেরও বিরোধিতা করেছে হামাসরা।
আল-আকসা মসজিদ
প্যালেস্টাইনের মানুষ দেখছে মুসলিমদের সবচেয়ে পবিত্র জেরুজালেমের আল-আকসা মসজিদে ইজরায়েলের নিরাপত্তা বাহিনী এগিয়ে যাচ্ছে।
রাষ্ট্র সংঘের আহ্বান
গাজায় ইজরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। গাজায় গণহত্যা হচ্ছে বলেও অভিযোগ। যুদ্ধ বিরতির আহ্বান জানান হয়েছে।
অপেক্ষা ইজরায়েলের সেনাদের
সূত্রের খবর ৪০ হাজার যোদ্ধা গেরিলা যুদ্ধের অপেক্ষায় রয়েছে। ফাঁদ পেতেই তারা ইজরায়েল সেনা বাহিনীকে শায়েস্তা করতে চাইছে।
ইজরায়েলের দাবি
ইজরায়েল এখনও যুদ্ধ বিরতির দিকে যাওয়ার চেষ্টা করে না। আপাতত যুদ্ধের ঝাঁঝ বাড়ানোর দিকেই হাঁটছে ইজরায়েল।