Israel - Palestine conflict: শিশুদের কবরস্থান গাজা, ইজরায়েলের হামলার বলি সাড়ে ৩ হাজার শিশু

ইজরায়েল - প্যালেস্টাইন যুদ্ধের ২৫ দিন অতিক্রম হয়েছে। ইতিমধ্যেই শুধুমাত্র গাজায় যুদ্ধের বলি প্রায় ৩ হাজার ৬০০ শিশু।

 

Saborni Mitra | Published : Nov 2, 2023 1:17 PM IST

110
যুদ্ধের বলি শিশু

গাজার হামাস পরিচালিত স্বস্থ্য মন্ত্রক জানিয়েছে ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত ৩৬০০ জন শিশু মারা গিয়েছে।

210
মৃত্যু ইজরায়েলেও

নিহত ইজরায়েলি শিশুর হামাসের হামলায় ইজরায়েলেও শিশুদের মৃত্যুর ঘটনা ঘটছে। এখনও পুর্যন্ত ১৪০০ জনের মৃত্যু হয়েছে।

310
গাজায় ধ্বংসযজ্ঞ

হামাস স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে বিমান হামলা, বিস্ফোরণ, রকেট হামায়, আগ্নিকাণ্ডে শিশুদের মৃত্যু হয়েছে। অনেক শিশুর মৃত্যু হয়েছে বাড়ি ভেঙে পড়ে।

410
গির্জায় হামলা

হামাস জানিয়েছে, প্যালেস্টাইনিয়রা গির্জা বা মসজিদকে নিরাপদ বলে মনে করেছিল। তাই সেখানেও তারা আশ্রয় নিয়েছিল। কিন্তু ইজরায়েল বাহিনী সেখানেও হামলা চালিয়েছে। যাতে বাড়ছে মৃত্যু সংখ্যা।

510
শিশু মৃত্যুর হার

নিহতের বড় অংশই শিশু গাজা স্ট্রিপে প্রায় দুই কোটিরও বেশি মানুষ, যার অর্ধেকের বেশি ১৮ বছরের বয়সী। নিহতদের মধ্যে প্রায় ৪০ শতাংশই শিশু।

610
ভয়ঙ্কর তথ্য

হামাস স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী ২৬ অক্টোবর পর্যন্ত ১২ বছর বা তারও কম বয়সী ২ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৬১৫ জনই তিন বছরের নিচে।

710
ইজরায়েলের বিমান হামলা

হামাসের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর সময়ই ইজরায়েল সাধারণ মানুষের ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে রকেট দিয়ে। ৫০০টিরও বেশি রকেট গাজার সাধারণ মানুষের ক্ষতি করেছে।

810
গত বছরে মৃত্যু

গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে গত বছর ধরেই ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ হচ্ছে। তাতে কমপক্ষে ২৯৮৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

910
গাজা শিশুদের কবরস্থান

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেছেন, গাজা হাজার হাজার শিশুর কবরস্থানে পরিণত হয়েছে।

1010
যুদ্ধের গাজায় মৃত্যু

গাজায় ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত ৮৮০০ জনের মৃত্যু হয়েছে।যুদ্ধের জন্য ইজরায়েল আর হামাস একে অপরের ওপর ঘাড়ে দায় চাপাচ্ছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos