আবার মহামারির কবলে বিশ্ব? জাপান থেকে চিন- সর্বত্র দ্রুত বাড়ছে এই ভাইরাসের সংক্রমণ

Published : Oct 16, 2025, 04:59 PM IST

জাপানা ইনফ্লুয়েঞ্জা মহামারির আকার নিয়েছে। ইতিমধ্যেই মহামারি নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের কথায় ভাইরাসটি আগের চেয়ে দ্রুত গতিতে ছ়ড়িয়ে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ। জারি করা হয়েছে লকডাউন। 

PREV
15
জাপানে মহামারি

জাপানা ইনফ্লুয়েঞ্জা মহামারির আকার নিয়েছে। ইতিমধ্যেই মহামারি নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের কথায় ভাইরাসটি আগের চেয়ে দ্রুত গতিতে ছ়ড়িয়ে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ। জারি করা হয়েছে লকডাউন।

25
চিনের ফ্লু জাপানে মহামারির কারণ

বিশেষজ্ঞদের কথায় চিনের ফ্লু-এর একটি নতুন ভ্যারিয়েন্ট জাপানে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। বিজ্ঞানীরা এটাকে ক্যাটাল ফ্লু ভাইরাসের নয়া রূপ বলে বর্ণনা করেছেন। জানাতে এটি দ্রুত ছ়়ড়িয়ে পড়েছে।

ইতিমধ্যেই আক্রান্ত সংখ্যা ৬০০০।

35
সময়ের আগেই এসেছে ফ্লু

জাপানের বিশেষজ্ঞদের কথায় নির্ধারিত সময়ের পাঁচ সপ্তাত আগেই জাপানে ফ্লু-এর আগমণ হয়েছে। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণেই এটি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বিশ্বব্যাপী দ্রুত ভ্রমণের কারণে এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন জাপানের বিশেষজ্ঞরা।

45
জাপানে মহামারি ঘোষণা

২০২৫ সালের ৩ অক্টোবর ডাপান সরকার ইনফ্লুয়েঞ্জা মহামারি ঘোষণা করেছে। এটি জাপানে শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর। মহামারির কারণে জাপানে অধিকাংশ স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। বাজারগুলিতে ভিড়় কমানোর আহ্বান জানান হয়েছে।

55
ছড়াচ্ছে চিনে

জাপানের এই মহামারির দ্রুত ছড়িয়ে পড়েছে পাশ্বর্বর্তী দেশ চিনে। উত্তর-পূর্ব চিনে ৭৪ শতাংশ মানুষই এই ভাইরাসে আক্রান্ত। নমুনা পরীক্ষায় জানা গিয়েছে এটি প্রাণী থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়েছে। শ্বাসকষ্ট হয়েছে এমন ব্যক্তিদের মধ্যে সংক্রমণের হার ৯৭ শতাংশ। বিশেষজ্ঞরা আরও বলেছেন, ভাইরাসটি সরাসরি কোনও মাধ্যম ছাড়াও সংক্রমিত করতে পারে। বাতাসের মাধ্যমে ছড়়িয়ে পড়ে। তাই অনেকেই করোনাভাইরাসের কথা মনে করছে আতঙ্কিত হচ্ছেন।

Read more Photos on
click me!

Recommended Stories