অবশেষে স্বস্তির হাওয়া, ইরানের হাত থেকে মুক্ত MSC ARIES জাহাজে থাকা ভারতীয়রা

Published : May 03, 2024, 11:03 PM IST
MSC Aries

সংক্ষিপ্ত

আমিরাবদুল্লাহিয়ান ক্রুদের মুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই চিহ্নিত করেছেন। তিনি বলেছেন জাহাজে থাকা প্রত্যেক সদস্য যাতে নিজের নিজের দেশে নিরাপদে ফিরে যেতে পারে তারও উদ্যোগ নেওয়া হবে। 

ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান হরমুজ প্রণালীতে ইরানের বিপ্লবী গার্ডদের মাধ্যমে বাজেয়াপ্ত করা ইজরায়েল জাহাজ MSC ARIES-র সকল ক্রুজের সকল সদস্যদের মুক্ত করে দিয়েছে। এই জাহাদে ১৭ জন ভারতীয় সহ ২৫ জন ক্রু ছিল। প্রত্যেককেই বন্দি করা হয়েছিল। গত ১৩ এপ্রিল জাহাজটিকে আটক করা হয়েছিল। এর আগে গত ১৮ এপ্রিল জাহাজে থাকা অবস্থায় এক ক্রু সদস্য অ্যান টেসা জোসেফকে আগেই মুক্ত করে দিয়েছিল ইরান।

আমিরাবদুল্লাহিয়ান ক্রুদের মুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই চিহ্নিত করেছেন। তিনি বলেছেন জাহাজে থাকা প্রত্যেক সদস্য যাতে নিজের নিজের দেশে নিরাপদে ফিরে যেতে পারে তারও উদ্যোগ নেওয়া হবে। তবে ইরান জাহাজটিকে মুক্ত করবে না। এটি ইরানের বিচার বিভাগের অধীনে আটক থাকবে। জাহাজটি পর্তুগালের।

এর আগে, ভারতের বিদেশ মন্ত্রক বলেছিল যে ভারতীয় ক্রুদের প্রত্যাবর্তন চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা সহ বিভিন্ন কারণের উপর নির্ভর করবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ক্রদের ভাল স্বাস্থ্য ও তাদের মুক্তির বিষয় ইরান কর্তৃপক্ষের সঙ্গে টানা যোগাযোগ রেখেছিলেন। ইরানের অভিযোগ আটক করা জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমায় তাদের ব়্যাডারে ধরা পড়েছিল। তারপরই জাহাজটিকে আটর করা হয়। এটি তাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বলেও দাবি করেছে ইরান।

এদিকে ইরান সমর্থিত মিলিশিয়ার লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলিকে টার্গেট করা হচ্ছে। আক্রমণ এড়াতে জাহাজগুলি ভারত মহাসাগরের মধ্যে দিয়ে ঘুরপথে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। গত মাসে, হুথি মিলিশিয়া ইয়েমেনের উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত বণিক জাহাজ MSC ওরিয়নে তার প্রথম গভীর-সমুদ্রে হামলা চালায়।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: India vs South Africa T20 - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে