Canada: গাড়ির পিছনে তাড়া পুলিশের, কানাডায় মৃত্যু ভারতীয় দম্পতি, ৩ মাসের শিশুর

কানাডায় বহু ভারতীয় বসবাস করলেও, গত কয়েক মাসে রাজনৈতিক ও কূটনৈতিক সমস্যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে ভারতীয়দের। এবার অন্টারিওতে এক ভারতীয় পরিবারের চরম পরিণতি হল।

কানাডার অন্টারিওতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় দম্পতি ও তাঁদের সঙ্গে থাকা ৩ মাসের শিশু। একটি মদের দোকানে ডাকাতির ঘটনায় অভিযুক্ত ব্যক্তির গাড়ির পিছনে ধাওয়া করছিল পুলিশের গাড়ি। সেই গাড়ি ভুল পথে চলে যায়। এর ফলে ভারতীয়দের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এই ঘটনায় ডাকাতিতে অভিযুক্ত ব্যক্তিরও মৃত্যু হয়েছে। অন্টারিওর স্পেশাল ইনভেস্টিগেশনস ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদের মধ্যে ভারতীয় প্রৌঢ়র বয়স ৬০ বছর এবং তাঁর সঙ্গে থাকা মহিলার বয়স ৫৫ বছর। তাঁরা কানাডায় বেড়াতে গিয়েছিলেন। সেখানেই গাড়ি দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হল।

হাসপাতালে ভর্তি একাধিক ব্যক্তি

Latest Videos

স্পেশাল ইনভেস্টিগেশনস ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, যে শিশুটির মৃত্যু হয়েছে, তার বাবার বয়স ৩৩ বছর এবং মায়ের বয়স ২৭ বছর। তাঁরাও দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন। তাঁরা আয়াখসের বাসিন্দা। তাঁরা এই ঘটনায় আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শিশুটির মায়ের আঘাত গুরুতর। যে গাড়িটিতে সন্দেহভাজন ডাকাত ছিল, সেই গাড়িতে ৩৮ বছর বয়সি এক পুরুষও ছিলেন। তিনি এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তদন্ত শুরু পুলিশের

অন্টারিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বোম্যানভিলে একটি মদের দোকানে ডাকাতি হয়। এরপর মালবাহী গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ডাকাতরা। তাদের গাড়ির পিছনে ধাওয়া করে পুলিশ। হুইটবির হাইওয়ে ৪০১-এ প্রচণ্ড গতিতে যেতে থাকে ডাকাতদের গাড়ি। সেই জায়গাটি টরন্টো থেকে ৫০ কিলোমিটার দূরে। প্রায় ২০ মিনিট ধরে ধাওয়া করার পর দুর্ঘটনা ঘটে। মৃতদের দেহের ময়নাতদন্ত করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞকেও তদন্তে যুক্ত করা হয়েছে। পুলিশের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভারত কানাডা ঠান্ডা লড়াইয়ের যবনিকা? ই-ভিসা পরিষেবা ফের চালু করল নয়াদিল্লি

নয়াদিল্লির গুরুত্ব বুঝে এবার কী সুর নরম করছে কানাডা! ট্রুডোর গলায় ভারতের প্রশংসা

S Jaishankar: রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে একযোগে কানাডা চিন পাকিস্তানকে আক্রমণ জয়শঙ্ককের, উস্কে দিলেন ভারত বিতর্ক

Share this article
click me!

Latest Videos

'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
‘Bangladesh পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে!’ বিস্ফোরক মন্তব্য Sovondeb Chatterjee-এর
সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের BGB? কড়া জবাব দেবে BSF | India Bangladesh Border |
গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ | Nabadwip News Today