চরম খাদ্যসঙ্কট তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে, না খেয়ে দিন কাটাচ্ছেন হতদরিদ্র মানুষ। এই নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন দেশের একনায়ক কিম জং উন।
আর্থিক মন্দার জেরে বিরাট সমস্যায় পড়েছে কিম জং উন শাসিত দেশ উত্তর কোরিয়া (North Korea) । চরম খাদ্যসঙ্কট তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে, না খেয়ে দিন কাটাচ্ছেন হতদরিদ্র মানুষ। এই নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন দেশের একনায়ক কিম জং উন (Kim Jong Un)। খাবার হল দেশের মানুষের মৌলিক অধিকার , তা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করা ‘গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমস্যা’ বলে উল্লেখ করেছেন কিম নিজেই।
-
উত্তর কোরিয়াকে আর্থিক দিক থেকে উন্নত করে তোলার জন্য তাঁর সরকার বিভিন্ন নতুন নতুন পথ খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানিয়েছেন কিম। মঙ্গল এবং বুধবার পলিটব্যুরোর ৮ম কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আয়োজিত হয়েছিল ১৯ তম বর্ধিত সভা । সেই সভাতেই খাদ্যের ঘাটতি নিয়ে এমন মন্তব্য শোনা গেছে কিমের মুখে।
বিগত বেশ কয়েক দশক ধরে খাবারের ঘাটতি নিয়ে মারাত্মক সমস্যায় ভুগছেন উত্তর কোরিয়ার মানুষ । নব্বইয়ের দশকে মর্মান্তিক দুর্ভিক্ষ হয়, তার পর থেকেই খাবার না মেলার সমস্যা অব্যাহত থাকে। এর পর থেকে একাধিক বার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই দেশটিতে খাদ্যের সমস্যা আরও বেড়ে গেছে।
-
এর আগে চিনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য নিয়ে বেশ কয়েকটি চুক্তি হওয়ার দরুন উত্তর কোরিয়ার অর্থনৈতিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে। তবে খাদ্য পরিস্থিতি এখনও খারাপ রয়েছে বলে ২০২৩ সালেই জানিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া-র একজন সরকারি প্রতিনিধি। সেই একই কথা এবার শোনা গেল উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধানের মন্তব্যে।