কিমের উত্তরসুরি কি তার ১০ বছরের ছোট্ট মেয়ে, সেনা বাহিনীর অনুষ্ঠানে কড়া বার্তা জু এ-র

কিম জং উনের মেয়ে আবারও প্রকাশ্যে। এবার সেনা বাহিনীর অনুষ্ঠানে মধ্যমণি কিম জু এ। কিমের উত্তরসুরি নিয়ে জল্পনা তুঙ্গে।

 

আবারও প্রকাশ্যে কিম জং উনের মেয়ে কিম জু এ। তবে কিম জং উনের মেয়ে দেখা করলেন উত্তর কোরিয়ার সেনা বাহিনীর কর্তাদের সঙ্গে। প্রথা মেনে তাদের সঙ্গে হাত মেলা। উত্তর কোরিয়ার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে সেনা কর্তাদের সামনে মেয়েকে নিয়ে উপস্থিত হয় কিম। যা অন্য ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছে বিশেষজ্ঞ মহল। অনেকেই বলতে শুরু করেছে কিম জু এ-ই হবে আগামী দিনে কিমের উত্তরসুরি।

কিম জু এ, অনুমান করা হচ্ছে তার বয়স ৯-১০র মধ্যে। এখনও শৈশব কাটেনি বলা যেতেই পারে। তাকেই উত্তর কোরিয়ার দাপুটে সেনা বাহিনীর সামনে নিয়ে গেলেন কিম। তবে এটাই প্রথম নয়, এর আগে কিম মেয়েকে সঙ্গে নিয়ে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপও দেখেন। মিসাইল সিস্টেমও পরতে পরতে বুঝিয়ে দিয়েছেন নিজের ছোট্ট মেয়েকে। তবে এবার একেবারে সরকারি অনুষ্ঠানে মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন কিম। তাতেই জল্পনা বিশ্বজুড়ে।

Latest Videos

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া কিম জু এক সম্মানিত ও প্রিয় হিসেবে বর্নণা করেছে। তবে তাকে এখনও কিমের উত্তরসুরি হিসেবে প্রকাশ করেনি। কিন্তু উত্তর কোরিয়ার গণ্ডি পেরিয়ে কিমের মেয়েকে নিয়ে জল্পনা বিশ্ব জুড়ে। কারণ সচারচর নিজের পরিবারকে লোকচক্ষুর অন্তরালেই রাখতে পছন্দ করেন উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক। স্ত্রী ও সন্তানদের খুব একটা প্রকাশ্যে আনেন না। যদিও নিজেও সরকারি অনুষ্ঠানেই প্রকাশ্যে আসেন। আর সেই কারণে পর্দার অন্তরালে থাকা কিমের পরিবার নিয়ে কৌতুহল গোটা বিশ্বে।

পিয়ংইয়ংয়ের ইয়াংগাকডো হোটেলে আয়োজিত একটি ভোজ সভায় কিম জং উনের মেয়েকে দেখা গিয়েছিল। তাঁকে ঘিরে ধরে সাধুবাদ জানাচ্ছিলেন সেনা কর্তরা। মেয়ের পাশে পাশে রয়েছিল বাবাও। কিমের মেয়ের পরনে ছিল কালো ড্রেস। বাবা-মেয়ের সঙ্গে ছিলেন কিম পত্নি সোল জু।

উত্তর কোরিয়া বিশেষজ্ঞদের মতে সামরিক বাহিনীর অনুষ্ঠানে মেয়ে নিয়ে উপস্থিত হওয়ার জন্য কিম বিশ্বকে তাঁর উত্তরসুরি নিয়ে একটি কড়া বার্তা দিতে চেয়েছেন। পাশাপাশি তিনি আরও বলতে চেয়েছেন আমেরিকা ব্রিটেনের মত দেশগুলি পারমানবিক অস্ত্র নিয়ে তার ওপর যে চাপ তৈরি করছে তা তিনি মানবেন না। তিনি তার যোগ্য উত্তরসুরি তৈরি করে যাবেন। যদিও বর্তমানে কিমের প্রশাসনিক দায়িত্বের অনেকটাই সামলে দেয় তার বোন। কিন্তু বোনকে কোনও সামরিক অনুষ্ঠানে এখনও পর্যন্ত দেখা যায়নি।

দক্ষিণ কোরিয়ার দাবি কিম তার মেয়ের সঙ্গে কোরিয়ান পিপিলস আর্মির জেনারেল অফিসারদের লজিং কোয়ার্টার পরিদর্শন করেন। সেখানেই একটি একটি ভোজসভায় সেনা কর্তাদের উদ্দেশ্যে একটি বক্তৃতাও দেন। বিশ্বের শক্তিশালী সেনা বাহিনী হিসেবে তুলে ধরেন দেশের সেনা বাহিনীকে। পাশাপাশি দেশের সেনা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুনঃ

আদানি মামলার শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট, মামলা শুরু হবে শুক্রবার থেকে

ভ্যালেন্টাইন ডে-র আগেই নতুন প্রেমিকা খুঁজে পেলেন বিল গেটস, জানুন ধনকুবেরের বিধবা প্রেমিকাকে

বধ্যভূমি তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ১৫ হাজার, বিপর্যয়ের ৭২ ঘণ্টায় ধ্বংসের ছবি প্রকট

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury