খামেনেইর এই ক্ষমতা হস্তান্তরের অর্থ হল বিপ্লবী গার্ড চাইলে সবরকম চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ সর্বোচ্চ নেতার অনুমতি বা কোনও ধর্মীয় ফতোয়া ছাড়ই পারমাণবিক হামালা চালাতে পারে।
510
অচল হবে না ইরান
খামেনেইর এই সিদ্ধান্তের ফলে তাঁর মৃত্যু হলেও অচল হয়ে যাবে না ইরান। এটি খামেনেই একটি দুর্দান্ত রণকৌশল বলেও মনে করছেন সমর বিশেষজ্ঞরা। পাশাপাশি খামেনেই তাঁর অনুগামীদেরও তৈরি রাখছেন। এই সিদ্ধান্ত
610
উত্তরসুরী বাছাই
শোনাযাচ্ছে আয়াতোল্লা আলি খামেনেই ইতিমধ্যেই তাঁর উত্তরসুরী হিসেবে তিন জনের নাম বেছেছেন। তিন জনের মধ্যে থেকেই একজনের নাম চূড়ান্ত করা হতে পারে। তিনি মৃত্যুর আগে ইরানকে গুছিয়ে রেখার পরিকল্পনা করেছেন। আর সেই কারণেই কৌশলগত একাধিক সিদ্ধান্ত নিয়ে চলেছেন।
710
যোগাযোগ বিচ্ছিন্ন
আয়াতোল্লার হদিশ যাতে মার্কিন সেনা বা ইরজায়েল সেনা না পায় তার জন্য বৈদ্যুতিন মাধ্যম পুরোপুরি বর্জন করেছেন আয়াতোল্লা। বিশ্বস্ত অনুচরের মাধ্যমে তিনি যোগাযোগ রাখছেন তাঁর দলের অনুগামীদের সঙ্গে।
810
ধর্মগুরু খামেনেই
আয়াতোল্লা আলি খামেনেই ৮৬ বছরের। ইরানি শিয়া ধর্মগুরু। গত তিন দশক ধরে ইরানে রাজ করছেন তিনি।
910
ডান হাত অসাড়
ইরানি ধর্মগুরু খামেনেই ডান হাত অসাড়। ১৯৮১ সালের জুন মাসে তাঁকে গুপ্তহত্যার চেষ্টা করে তৎকালীন শাসক মহম্মদ রেজা শাহ পহলভির। সেই সময়ই সময় থেকেই ডান হাত অসাড় হয়ে যায়।
1010
সাহিত্য প্রেম
ইরানের অন্যান্য ধর্মগুরুদের তুলনায় তাঁর ভাষাগত দক্ষতা আর সাহিত্য অনুরাগ অনেক বেশি। তিনি আরবি বলতে পারেন। তাঁর মাতৃভাষা ফার্সি। ফার্সিতে তিনি একধিক বই অনুবাদ করেছেন। তিনি আজারবাইজানি বলতে পারেন। ইংরেজি বলতে না পারলেও বুঝতে পারেন।