
ইউরোপীয় ফুটবলের ১২১ বছরের দাপটের ইতিহাস চাক্ষুস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। শনিবারই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গ রিয়াল মাদ্রিদের ঘরের ফুটবল দেখতে গিয়েছিলেন তিনি। সান্তিয়াগো বার্নাবিউতে দিদির পাশে ছিলেন দাদাও। দেখলেন মিউজিয়াম, নবনির্মিত বিস্ময়-স্টেডিয়াম। গ্যালারিতে বসে ফুটবলের সঙ্গে বাণিজ্যকে মিশিয়ে বিপণনকে ঠিক কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায় তা নিয়েও আলোচনা করলেন তিনি।
১১ দিনের স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কোনও পূর্বনিধারীত কর্মসূচি ছিল না মুখ্যমন্ত্রীর। তবে 'হলিডে' উপভোগ করতে নারাজ 'দিদি'। শুক্রবারই মুখ্যমন্ত্রী জানিয়েছেন শনিবার সান্তিয়াগো বার্নাবিউতে যাবেন মুখ্যমন্ত্রী। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ ও ফুটবল পরিকাঠামো দেখতে যাবেন তিনি। তবে মাদ্রিদের মাঠে একা যাবেন না মুখ্যমন্ত্রী। এই সফরে দিদির সঙ্গী দাদাও। মাদ্রিদের স্টেডিয়াম দেখতে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে মাদ্রিদের রাস্তায় প্রাতভ্রমণেও বেরোন তিনি। সঙ্গে ছিলেন রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিক ও সাংবাদিকরাও। এই দিনই এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল বিশ্ব। মাদ্রিদের রাস্তায় অ্যাকর্ডিয়ন বাজাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।