করাচি বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণ! দুর্ঘটনায় মৃত ২, আহত একাধিক

Published : Oct 07, 2024, 09:14 AM IST
Exploition

সংক্ষিপ্ত

করাচি বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণ! দুর্ঘটনায় মৃত ২, আহত একাধিক

পাকিস্তানের করাচি বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণ!ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল দু'জনের। এই দুর্ঘটনায় আহত আট। মৃত নাগরিকরা চিনের নাগরিক বলে জানা গিয়েছে।

পাকিস্তানের কাসিম বন্দরে চিনের বিদ্যুৎ প্রকল্প চলছে তাতেই কনভয়ে হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই বিস্ফোরণের দায় নিয়েছে বালোচ লিবারেশন আর্মি।

রবিবার রাত ১১ নাগাদ এই বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণের তীব্রতা অনেক বেশি ছিল। একাধিক গাড়ি যে দাউদাউ করে জ্বলতে দেখা গিয়েছে ভিডিওতে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, যে বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিস যে করাচির বিভিন্ন প্রান্তে এই শব্দ শোনা গিয়েছে। বেশ কয়েক কিলোমিটার দূর থেকেও সেই বিস্ফোরণের আওয়াজ কানে এসেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ইস্ট) আফজর মাহেসর দাবি করেছেন যে অয়েল ট্যাঙ্কারের বিস্ফোরণের মতো কোনও ঘটনা ঘটেছে। ঠিক কী ঘটেছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে কিছুটা সময় লাগবে। সেইসঙ্গে ওই বিস্ফোরণের ঘটনায় কয়েকজন পুলিশ অফিসারও আহত হয়েছেন বলে জানিয়েছেন মাহেসর।

PREV
click me!

Recommended Stories

আওয়ামি লিগের যোগদান নিষিদ্ধ, বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা
গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ, পাকিস্তানের প্রাক্তন ISI প্রধানের জেল