
টর্নেডোর দাপটে তছনছ হয়ে গেল মিসিসিপি। শুক্রবার গভীর রাতে দক্ষিণ আমেরিকার এই রাজ্য জুড়ে একটি ভয়ঙ্কর টর্নেডো, বজ্রপাত এবং শক্তিশালী ঝড়ের তাণ্ডবে কমপক্ষে ২৫ জন নাগরিকের মৃত্যু হয়। প্রচুর মানুষ আহতও হয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১০০ জনেরও বেশি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন।
প্রবল হাওয়া এবং ঝড়ের দাপটে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আবহাওয়া দফতরের আশঙ্কা, টর্নেডোয় প্রায় ১০০ মাইল এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভার পশ্চিম মিসিসিপির সিলভার সিটি নামে একটি ছোট শহরে পড়েছে। ঝড়ের কারণে গোটা শহর বিদ্যুৎহীন ছিল। শহরের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে প্রচুর গাছ ভেঙে পড়েছে। বেশ কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে।
মিসিসিপির রাজ্যপাল টেট রিভস লিখেছেন, “গত রাতের মারাত্মক টর্নেডোতে অন্তত ২৩ জন মিসিসিপিবাসী মারা গিয়েছেন। অনেকে আহত হয়েছেন। উদ্ধারকারী দল এখনও কাজ করছে।" ঝড়ে বিধ্বস্ত মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। রোলিং ফর্কের মেয়র এলড্রিজ ওয়াকার বলেন, “আমার শহর ধ্বংস হয়ে গিয়েছে। তবে আমরা আবার বেঁচে উঠব।” তিনি আরও জানান, এই ঝড়ের কারণে বেশ কয়েকজন তাঁদের বাড়িতে আটকা পড়ে গিয়েছে, সেই উদ্ধারকাজ এখনও চালানো হচ্ছে।
আরও পড়ুন-
‘মোদী’ পদবীর সঙ্গে ভ্রষ্টাচারের যোগ? খোদ বিজেপি নেত্রীর টুইটার পোস্ট ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া
প্রকাশিত হল তৃণমূলের দলীয় মুখপাত্রের তালিকা, বাদ পড়লেন ফিরহাদ হাকিম, যুক্ত রইলেন সুগত বসু
ভারতে আবার বাড়তে শুরু করেছে করোনা, লকডাউনের আশঙ্কা এড়াতে নয়া কোভিড গাইডলাইন জারি করল কেন্দ্র