Iran VS Israel Clash Update: অব্যাহত ইরান বনাম ইজরায়েল সংঘাত। দুই দেশের এই যুদ্ধ পরিস্থিতিতে বিপাকে বহু ভারতীয়। কারণ, এই মুহুর্তে তেহেরানে আটকে পড়েছেন অন্তত ১০ হাজার ভারতীয়। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে শুরু হয়েছে জোর পদক্ষেপ।
বর্তমানে ইরান-ইজরায়েল সংঘাতের জেরে বোমা হামলায় উভয় দেশের নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিদেশি নাগরিকরা দেশ ছেড়ে পালাচ্ছেন। তেহরানে ভীতিকর পরিস্থিতি। সীমান্তের দিকে বাড়ছে মানুষের ভিড়। দ্রুত নিরাপদে দেশে ফিরতে চাইছেন সকলেই।
25
যানজটে ভর্তি রাস্তা!
তেহরান থেকে বের হওয়ার সব রাস্তায় তীব্র যানজট। মানুষ শহর ছেড়ে গ্রামের দিকে পাড়ি জমাচ্ছে। প্রধান প্রধান রাস্তাগুলিতে গাড়ির দীর্ঘ লাইন।
35
বহু ভারতীয় আটকা পড়ে গিয়েছে
ইরানে প্রায় দশ হাজার ভারতীয় আটকা পড়েছেন। সোমবার ইরান সব বিদেশি নাগরিকদের দেশ ছাড়ার অনুমতি দিয়েছে। এই বিষয়ে ইরানের বিদেশ মন্ত্রণক জানিয়েছে যে, বিমানবন্দর বন্ধ কিন্তু সীমান্ত খোলা রয়েছে। ফলে সীমান্ত দিয়ে সড়ক পথে দেশ ছাড়তে পারবেন অন্য দেশের নাগরিকরা।
ইরানের প্রোটোকল বিভাগকে যাত্রীদের নাম, পাসপোর্ট নম্বর, গাড়ির তথ্য, সীমান্তের তথ্য আগেই দিতে হবে। তারপরেই বেরনো যাবে সীমান্ত দিয়ে।
55
সতর্ক দূতাবাস
এই বিষয়ে ভারতীয় দূতাবাস সতর্কতা জারি করেছে। ভারত সরকার 'অপারেশন সুরক্ষিত' মতো মিশনের মাধ্যমে সীমান্ত পথে ভারতীয়দের দেষে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে। খুব শীঘ্রই তেহেরানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।