বিরোধীর সাথে হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর বাজিমাত, নিউজিল্যান্ডে দাতব্য চিকিৎসালয়ের জন্য তুলে ফেললেন হাজার হাজার ডলার

Published : Dec 18, 2022, 08:15 AM IST
New Zealand PM Jacinda Ardern

সংক্ষিপ্ত

নিজের সংসদীয় বক্তব্যই নিলামে তুললেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। নিউজিল্যান্ডে অভিনব উপায়ে দাতব্য চিকিৎসালয়ের জন্য অর্থ সংগ্রহ। 

প্রস্টেট ক্যান্সার সারানোর উদ্দেশ্যে দেশে নির্মিত দাতব্য চিকিৎসালয়ের জন্য অভিনব উপায়ে অর্থ সংগ্রহ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। সেই অভিনব উপায়টি হল, নিজেরই একটি সংসদীয় প্রতিলিপি। এই প্রতিলিপিটি নিলাম করে দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহ করছেন প্রধানমন্ত্রী, যেটিতে দেখা যাচ্ছে যে সংসদে তিনি একজন রাজনৈতিক প্রতিপক্ষকে ‘অহংকারী’ বলে কটাক্ষ করছেন।

ডকুমেন্টের একটি ফ্রেমড কপি নিলামে বিক্রি করে, আর্ডার্ন দ্বারা স্বাক্ষরিত এবং অপমানিত ব্যক্তি তথা সেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডেভিড স্যেমর, একটি অনলাইন নিলামে নিউ জিল্যান্ড ডলারে প্রায় সাড়ে পঁয়তাল্লিশ হাজার অর্থ (অর্থাৎ প্রায় ২৩ লক্ষ টাকা) আয় করে ফেলেছেন।

মঙ্গলবার একটি সংসদীয় অধিবেশনে এই জুটির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে অপমান করতে শোনা গিয়েছিল। উত্তেজিত জেসিন্ডা আর্ডার্নকে ডেভিড স্যেমরের উদ্দেশে বলতে শোনা গেছে যে, ‘আপনি একটি অহংকারী স্বার্থপর’।

ডানপন্থী-উদারবাদী ACT পার্টির নেতা ডেভিড স্যেমর, নিউজিল্যান্ডের পার্লামেন্টের স্পিকারের কাছে আর্ডার্নের ক্ষমা চাওয়ার জন্য আবেদন করেছিলেন, সেই সময়েই আর্ডার্নের মন্তব্যটি অফিসিয়াল রেকর্ড হিসেবে তালিকাভুক্ত হয়। যেটি ‘হ্যানসার্ড’ নামে পরিচিত।

যদিও প্রধানমন্ত্রী আর্ডার্ন পরে স্যেমরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন, যিনি দাতব্যের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে দলে যোগ দেওয়ার ধারণা উত্থাপন করেছিলেন।

বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্টে আর্ডার্ন বলেছিলেন যে, তিনি ‘ভালো ক্রীড়াপ্রবণতা এবং একটি ভালো উদ্দেশ্য নিয়ে’ স্যেমরের সাথে অফিসিয়াল প্রতিলিপিতে স্বাক্ষর করেছেন। সিমুর বলেন, প্রধানমন্ত্রীকে উৎসাহ দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, ‘আমি পরামর্শ দিয়েছিলাম যে আমরা হ্যানসার্ডের একটি অনুলিপিতে স্বাক্ষর করি এবং এটিকে নিলাম করে ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহ করি।’

স্যেমরের বক্তব্য, তাঁর অপমানটি ‘তাৎপর্যপূর্ণ নয়। মানুষ অবাক হয়েছিল, কারণ এটি আর্ডার্নের স্বভাববিরুদ্ধ আচরণ।’


আরও পড়ুন-
বড়দিনের আগেই জমিয়ে ঠাণ্ডার পূর্বাভাস, দার্জিলিঙের তাপমাত্রা নেমে গেল ছয়ের ঘরে
শুভেন্দু বনাম দিলীপ দ্বন্দ্ব নয়, অমিত শাহের নজরে রইল বঙ্গে বিজেপির আসনসংখ্যা, কলকাতায় এসেই দলকে কড়া বার্তা
আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে বড় ঘোষণা, সংসদে জানিয়ে দিলেন আইনমন্ত্রী কিরণ রিজিজু

PREV
click me!

Recommended Stories

তাইওয়ানের চারপাশে ফের চিনা সামরিক বিমান! ঘুরতে দেখা গেল যুদ্ধজাহাজও
জাপানে মাত্র ১০ ফুট গভীরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি