Nobel Prize 2023: পদার্থবিজ্ঞান বা অটোসেকেন্ড ফিজিক্সে নোবেল পুরস্কার জয় করলেন ৩ জন কৃতী বিজ্ঞানী

পিয়া অগোস্টিনি, ফেরেঙ্ক ক্রুসজ এবং অ্যান ল’হুইলার নামের ৩ বিজ্ঞানী এবছর বিশ্বসেরা হয়েছেন, ঘোষণা করেছে সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। 

Sahely Sen | Published : Oct 3, 2023 11:49 AM IST

পদার্থবিজ্ঞান বা অ্যাটোসেকেন্ড ফিজিক্সে (Attosecond Physics) ২০২৩ সালে নোবেল পেলেন ৩ জন বিজ্ঞানী - পিয়া অগোস্টিনি, ফেরেঙ্ক ক্রুসজ এবং অ্যান ল’হুইলার। মঙ্গলবার এই খবর ঘোষণা করল সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। 

সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা, ভারতীয় হিসেবে যা প্রায় ৭ কোটি ৫০ লক্ষ টাকার কাছাকাছি।

নোবেলজয়ী এ তিন পদার্থবিদ এমন আলোর ফ্ল্যাশ (ঝলকানি) তৈরি করেছেন যেগুলো ‘অতি দ্রুত চলাচলকারী’ ইলেকট্রনের স্ন্যাপশট নিতে পারে। ইলেকট্রন গতিবিদ্যায় পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করে কীভাবে আলোর অ্যাটোসেকেন্ড পালস তৈরি হয়, তাদের গবেষণায় সেটি দেখানো হয়েছে।

Share this article
click me!