Viral News: জার্মান মহিলার নগ্ন দেহ নিয়ে পৈশাচিক উল্লাস হামাস জঙ্গিদের, আঁতকে উঠেছে পরিবার

Published : Oct 08, 2023, 05:58 PM ISTUpdated : Oct 09, 2023, 02:49 PM IST
80 percent of people vaccinated vaccinated in isreal

সংক্ষিপ্ত

হামাস জঙ্গিদের অমানবিক কীর্তি। প্যালেস্টাইনের হামাসরা একটি পিকআপ ভ্যানের পিছনে এক নগ্ন জার্মান মহিলার দেহ নিয়ে প্যারেড করল ইজরায়েলের রাস্তায়।

যুদ্ধ মানেই মৃত্যু ধ্বংস আর মহিলা ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন। সেই ধারাই অব্যাহত ইজরায়েল - প্যালেস্টাইন যুদ্ধে। হামাস জঙ্গিদের কুকীর্তি ক্রমাগত সামনে আসছে। মহিলা ও শিশুদের ওপর তারা যে নির্মম অত্যাচার করছে তারও একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে ছড়িয়ে যাচ্ছে বিশ্বের একাধিক দেশে। এবার সামনে এসেছে জার্মান মহিলার দেহনিয়ে হামাস জঙ্গিদের তাণ্ডব।

সোশ্যাল মিডিয়ায় বিরক্তিকর ভিডিও

ইজরায়েল- গাজা দ্বন্দ্বের মধ্যেই হামাস জঙ্গিদের অমানবিক কীর্তি। প্যালেস্টাইনের হামাসরা একটি পিকআপ ভ্যানের পিছনে এক নগ্ন জার্মান মহিলার দেহ নিয়ে প্যারেড করল ইজরায়েলের রাস্তায়। ক্ষতবিক্ষত মহিলার দেহ ইজরায়েলের সাধারণ মানুষের মনে শুধুমাত্র উদ্বেগ আর ভয় তৈরি করল। যদিও তাণ্ডবের মধ্যে মহিলার দেহ নিয়ে তাণ্ডবের সময় অনেক জঙ্গি মহিলার দেহে লাথি মারে, থুথু ছিটিয়ে দেয়। ভিডিওতে আরও দেখা গেছে গাড়িটি ঘিরে রেখেছে অনেক মানুষ। তারা আতঙ্কে কান্নাকাটি করছে।

 

 

জার্মান মহিলা

হামাসরা প্রথমে দাবি করেছি নগ্ন মহিলা ইজরায়েলি সেনার সদস্য। কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ছবি দেখে একটি জার্মান পরিবার জানিয়েছে মহিলা তাদের পরিবারের সদস্য। তার নাম শানি। পেশায় একজন ট্যাটুশিল্পি। তাঁর মা ও বোন তাঁকে শনাক্ত করেছে। মহিলার এক আত্মীয় জানিয়েছেন, এক গানের অনুষ্ঠানে যোগ দিতে তিনি ইজরায়েলে গিয়েছিলেন। হামাসরা প্রথমে যেখানে আক্রমণ করেছিল তার মধ্যে অনুষ্ঠান স্থল ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শানিকে সেখানেই হত্যা করা হয়েছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। বলেছেন এটি গোটা পরিবারের কাছে একটি দুঃস্বপ্ন।

হামাস হামলা

শনিবার আকস্মিকভাবে হামসারা আক্রমণ করে ইসরায়েলে। ইসরায়েলের প্রধান জানিয়েছেন যুদ্ধ শুরু হয়েছে। তাদের দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এপর্যন্ত ৫ হাজারেরও বেশি রকেট ছুঁড়েছে হামাসরা। তারা দক্ষিণ ইসরায়েলের দিকে এগিয়ে যাচ্ছে। পাল্টা ইসরায়েল জানিয়েছে এপর্যন্ত তারা ৪০০ হামাসকে নিকেশ করেছে।

 

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
ইন্দোনেশিয়ার জাকার্তার বহুতলে বিধ্বংসী আগুন, দুর্ঘটনায় মৃত অন্তত ২০ জন