Space science: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েব স্পেস টেলিস্কোপ-এর মাধ্যমে উঠে এল আরও এক চাঞ্চল্য তথ্য ৷ এই টেলিস্কোপের মাধ্যমে সৌরজগতের বাইরে 'K12-18b' নামে একটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।
এবার মানুষের কল্পনা বাস্তবে পরিণত হতে চলেছে। শেষপর্যন্ত মহবিশ্বে প্রাণের সন্ধান পেলেন বিজ্ঞানীরা।
210
পৃথিবীর নিটবর্তী গ্রহে প্রাণ
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েব স্পেস টেলিস্কোপ-এর মাধ্যমে উঠে এল আরও এক চাঞ্চল্য তথ্য ৷ এই টেলিস্কোপের মাধ্যমে সৌরজগতের বাইরে 'K12-18b' নামে একটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।
310
ভিনগ্রহীদের অস্তিত্ব
বিজ্ঞানীদের একাংশের মত এবার পরীক্ষা চালিয়ে গেলে খুব তাড়াতাড়ি ভিনগ্রহীদের সন্ধান পাওয়া যেতে পারে।
পৃথিবী থেকে ১২৪ আলোকবর্ষ অর্থাৎ ৭০০ লক্ষ কোটি মাইল দূরে এর অবস্থান।
510
আয়তন
থেকে ১২৪ আলোকবর্ষ অর্থাৎ ৭০০ লক্ষ কোটি মাইল দূরে এর অবস্থান। তবে এই গ্রহে পৌঁছানে এখনও পর্যন্ত কোনও মানুষের পক্ষে সম্ভব নয়।
610
প্রাণের সন্ধানের কারণে
বিজ্ঞানীরা গবেষণা আর পর্যবেক্ষণ করে দেখেছেন এই গ্রহের রাসায়নিক গঠান। কে২-১৮বি তার নিজের সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে। দুটি রাসায়নিকের সন্ধানও পেয়েছেন।
710
দুটি রাসায়নিক
দু’টি রাসায়নিক হল— ডাইমিথাইল সালফাইড (ডিএমএস) ও ডাইমিথাইল ডাইসালফাইড (ডিএমডিএস)। পৃথিবীতে এই দু’টি রাসায়নিক তৈরি করে সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটন ও ব্যাক্টিরিয়া।
810
পরিমাণ
পৃথিবী থেকে কয়েক হাজার গুণ বেশি রয়েছে দুটি রাসয়নিক। তাই বিশেষকজ্ঞ নিক্কু মধুসূদন জানিয়েছেন, এই গ্রহে প্রাণের অস্তিত্ত্ব থাকতেই পরে।
910
বিজ্ঞানীদের অনুমান
গবেষণা থেকে অনুমান কে২-১৮বি-তে সুবিশাল সমুদ্র রয়েছে। আর তাতে হয়তো প্রাণশক্তির ভান্ডার রয়েছে।
1010
বায়ুমণ্ডল
K2-18 b এর বায়ুমণ্ডলে মিথেন এবং কার্বন ডাই অক্সাইডের সন্ধান মিলেছে ৷ কোনও নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে প্রথমবারের কোনও বহির্গ্রহের বায়ুমণ্ডলে কার্বন গ্যাসের আবিষ্কৃত হয়েছে।