শাকিরার পোশাকের নীচ দিয়ে লুকিয়ে ছবি তোলার চেষ্টা, ভাইরাল ভিডিও, মঞ্চ থেকে নেমে গেলেন গায়িকা

Published : Sep 18, 2024, 01:23 PM ISTUpdated : Sep 18, 2024, 01:24 PM IST
Shakira

সংক্ষিপ্ত

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মঞ্চে গান গাইবার সময় এক ব্যক্তি শাকিরার পোশাকের নীচে ছবি তোলার চেষ্টা করছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মঞ্চ ছেড়ে চলে যান শাকিরা। ভিডিওটি ভাইরাল হতেই নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।

এও এক প্রকার যৌন হেনস্থা। একের পর এক যৌন হেনস্থার খবর আসছে সামনে। সাধারণ থেকে সেলেব কেউ যেন বাদ যাচ্ছে না। সদ্য আরজি কর নিয়ে সামনে আসছে একের পর এক তথ্য। আজই জানা গিয়েছে, হাসপাতালে পড়ুয়াদের বাগে আনতে নাকি যৌন হেনস্থা করা হত। এদিকে আবার আজই খবরে এল সেলেব শাকিরার সঙ্গে হওয়া এমনই এক জঘন্য ঘটনার কথা।

সদ্য ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, সিক্যুইনের শর্ট ড্রেস পরে রয়েছেন শাকিরা। চুল খোলা। কোঁকড়ানো চুলে দেখা গেল তাঁকে। পায়ে হাই হিল। মঞ্চে নিজের গান সলটেরা পারফরমেন্স করছেন তিনি। হঠাৎ দেখা গেল দর্শক আসনে থাকা এক ব্যক্তি তার পোশাকের নীচ দিয়ে ছবি তোলার চেষ্টা করছেন। বিষয়টি বুঝতে পেরেই রেগে লাল শাকিরা। মেজাজ হারালেন তিনি। মঞ্চ থেকে নেমে গেলেন তিনি।

 

 

এই ভিডিও ভাইরাল হতেই নানান মন্তব্য করেন ভক্তরা। একজন লেখেন, এটা সত্যিই খুব লজ্জার ঘটনা। একজন লেখেন, শাকিরার মচো বড় শিল্পাও নিজের গানের সঙ্গে নাচতে পারবেন না। এটাও যৌন হেনস্থা। কী ছবি তোলার চেষ্টা করছিল এই ব্যক্তি? সত্যিই পুরুষদের কিছু বলার নেই। একজন লেখেন, এরা শাকিরার পোশাকের নীচের ভিডিও করতে চাইছে। কী জঘন্য। খুব হতাশ হলাম। শিল্পীদের তো এটুকু সম্মান প্রাপ্য। যেখানে এত বড় শিল্পীদের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষ কীভাবে সম্মান আশা করবে।

মুহূর্তে ভাইরাল হল এই ভিডিও। এমন ঘটনার নিন্দা করেছেন সকলে। 

PREV
click me!

Recommended Stories

তাইওয়ানের চারপাশে ফের চিনা সামরিক বিমান! ঘুরতে দেখা গেল যুদ্ধজাহাজও
জাপানে মাত্র ১০ ফুট গভীরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি