বিলুপ্ত হবে স্মার্টফোন! মানুষ যা ভাববে তাই হবে, আসতে চলেছে নতুন প্রযুক্তি! জানলে চমকে যাবেন
দিন দিন বাড়ছে প্রযুক্তি। এআই-এর ব্যবহার বাড়ছে ভীষণভাবে।
প্রযুক্তি বদলানোর কারণেই একেবারে বিলুপ্ত হতে পারে স্মার্ট ফোন।
আবার এসে গিয়েছে নিউরোলিঙ্ক। ব্রেনের মাধ্যমে সবকিছু লিঙ্ক করা যাচ্ছে।
এবার ফোনেও দেখা যেতে পারে নিউরোলিঙ্কের ব্যবহার।
যেখানে আর কিছু টাইপ করতে হবে না। মনে মনে ভাবলেই অটোমেটিক কাজ করবে ডিভাইস। এই অত্যধুনিক প্রযুক্তি আসার সম্ভবনার কথা জানিয়েছেন ইলন মাস্ক।
নিউরোলিঙ্ক হল একটি বিশেষ ব্রেইন চিপ। এর সাহায্যেই ভাবনা মতো কাজ হবে।
ইতিমধ্যেই এক ২৯ বছরের যুবকের উপরে এর হিউম্যান ট্রায়াল চলছে।
এই নিয়ে একটি পোস্টও শেয়ার হয়েছে ইন্টারনেটে। যেখানে মস্তিষ্কের মধ্যে একটি চিপ ঢোকানোর ছবি ধরা পড়েছে।