বশর আল-আসাদের শাসনামলে আরোপিত নিষেধাজ্ঞাগুলি নতুন সরকারের সময়েও অব্যাহত রাখা উচিত নয় বলে জুলানি মনে করেন।
সিরিয়া কখনই বিশ্বশান্তির জন্য হুমকি হবে না বলে জানিয়েছেন বিদ্রোহী নেতা আবু মুহাম্মদ আল-জুলানি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামক বিদ্রোহী গোষ্ঠীর প্রধান এই মন্তব্য করেন। বিশ্বের দেশগুলোর উচিত সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। কারণ, বশর আল-আসাদের শাসনামলে আরোপিত এই নিষেধাজ্ঞাগুলি নতুন সরকারের সময়েও অব্যাহত রাখা ঠিক নয় বলে জুলানি মনে করেন।
এইচটিএস-কে সন্ত্রাসবাদী তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন জুলানি। তিনি বলেন, সিরিয়াকে কখনই আফগানিস্তানের মতো করা হবে না। মহিলাদের শিক্ষাগ্রহণে বাধা দেওয়া হবে না। বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন ইদলিবে বিশ্ববিদ্যালয়গুলো সচল আছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে ৬০ শতাংশের বেশি ছাত্রী পড়াশোনা করছে। আইনজ্ঞদের একটি কমিটি দেশের জন্য নতুন সংবিধান তৈরি করবে বলেও জানান তিনি।
মাত্র দুই সপ্তাহের মধ্যেই সিরিয়ার সরকারের পতন ঘটে। নভেম্বর ২৭ তারিখে বিদ্রোহীরা আক্রমণ শুরু করে। প্রথমে আলেপ্পো, দারা, পরে হামা, হোমস এবং সবশেষে ড্যামাস্কাস। এরপর শোনা যায়, বশর আল-আসাদ ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়ে পালিয়েছেন। সরকারি বাহিনীর সদস্যরাও যুদ্ধ করতে অস্বীকৃতি জানায়। তারা ইউনিফর্ম খুলে ফেলে চলে যায়।
বর্তমানে সিরিয়ায় ক্ষমতায় আছে এইচটিএস, যা পূর্বে আল-কায়েদার একটি অংশ ছিল। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ রয়েছে। এদিকে, কুখ্যাত কারাগারগুলো খুলে বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে এবং স্বাধীনতা উদযাপন করা হচ্ছে। সব কারাগার খুলে দেওয়া হবে বলে বিদ্রোহীরা প্রতিশ্রুতি দিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।