করোনাভাইরাস অতিমারীর পর থেকেই বিশ্বজুড়ে নানা রোগ ছড়িয়ে পড়েছে। এবার আফ্রিকার উগান্ডায় এক জটিল রোগ ছড়িয়ে পড়েছে। এই রোগ ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে।
উগান্ডার বান্ডিবাগিয়ো জেলায় ডিঙ্গা ডিঙ্গা নামে এক জটিল রোগ ছড়িয়ে পড়েছে। এই রোগে এখনও পর্যন্ত ৩০০ জনেরও বেশি আক্রান্ত হয়েছেন। এই রোগে মূলত আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সের মহিলারা। ডিঙ্গা ডিঙ্গা রোগে কেউ আক্রান্ত হলে জ্বর, কাঁপুনি, দুর্বলতা দেখা যাচ্ছে। হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে। কিছু ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিরা পঙ্গুও হয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে উগান্ডায় ছড়িয়ে পড়ছে ডিঙ্গা ডিঙ্গা রোগ। এই কারণে চিকিৎসকরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন। ঠিক কী কারণে এই রোগ ছড়িয়ে পড়েছে, সেটা স্পষ্ট নয়। ফলে কীভাবে এই রোগ ঠেকানো যাবে, সেটাও বোঝা যাচ্ছে না। সাধারণ জ্বরের ওষুধ দিয়েই আক্রান্ত ব্যক্তিদের সুস্থ করে তোলার চেষ্টা করছেন চিকিৎসকরা।
করোনাভাইরাসের পার্শ্ব-প্রতিক্রিয়া?
উগান্ডার চিকিৎসকরা জানিয়েছেন, ২০২৩ সালে প্রথমবার ডিঙ্গা ডিঙ্গা রোগের কথা জানা যায়। এই রোগে যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের প্রাথমিকভাবে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। জ্বর, মাথা যন্ত্রণা, সর্দি-কাশি, নাক বন্ধ হয়ে যাওয়া, সারা শরীরে ব্যথার মতো লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া ইনফ্লুয়েঞ্জা, করোনাভাইরাস, ম্যালেরিয়া, হাম হলে যেরকম শ্বাসকষ্ট হয়, ডিঙ্গা ডিঙ্গা রোগেও সেই লক্ষণ দেখা যাচ্ছে। তবে ডিঙ্গা ডিঙ্গা রোগ ঠিক কী কারণে হচ্ছে, সেটা এখনও ধরতে পারেননি বিজ্ঞানীরা।
কয়েক শতাব্দী পুরনো রোগ ফিরে এল?
১৫১৮ সালে ফ্রান্সে স্ট্রাসবর্গে 'ড্যান্সিং প্লেগ' নামে এক রোগ ছড়িয়ে পড়েছিল। সেই রোগে কেউ আক্রান্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা টানা কয়েকদিন ধরে সারাক্ষণ নেচে যেতেন। কোনওভাবেই এই নাচ থামানো যেত না। এরই সঙ্গে শ্বাসকষ্ট-সহ বিভিন্ন ধরনের জটিলতা দেখা যেত। কয়েক শতাব্দী পর ফের জটিল রোগ ফিরে এল। ডিঙ্গা ডিঙ্গা রোগে আক্রান্ত ব্যক্তিদেরও নাচতে দেখা যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
আসছে করোনার থেকে সাত গুণ বিপজ্জনক রোগ, ছড়ালেই মিনিটের মধ্যেই মৃত্যু! কী এই নতুন রোগ 'এক্স'?
ডায়াপার পরিয়ে রাখেন শিশুকে? কোনও জটিল রোগ ডেকে আনছেন না তো! জেনে নিন এর ভালো-মন্দ