ব্রাজিলে ভয়াবহ দুর্ঘটনা! ৭০ হাজার ফুট থেকে মাটিতে আছড়ে পড়ল বিমান, ২ মিনিটের মধ্যে তছনছ হয়ে গেল সব, মৃত ৬২ জন

ব্রাজিলে ভয়াবহ দুর্ঘটনা! ৭০ হাজার ফুট থেকে মাটিতে আছড়ে পড়ল বিমান, ২ মিনিটের মধ্যে তছনছ হয়ে গেল সব, মৃত ৬২ জন

ব্রাজিলে ভয়াবহ বিমান দুর্ঘটনা! ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। প্রাণ হারালেন বিমানে থাকা ৬২ জন যাত্রী। রিজিওনাল টার্বোপ্রপ বিনানটি হঠাৎই আকাশ থেকে ভেঙে পড়ে। রিজিওনাল টার্বোপ্রপ বিমানটি ভেঙে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তবে কোনও যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। ব্রাজিলের সাও পাওলোর কাছে ভেঙে পড়ে বিমানটি। তারপর দ্রুত সেখানে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন।

ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভয়াবহ এই বিমান দুর্ঘটনার ছবি। ইন্টারনেটের ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই প্লেনটি ফ্রাঙ্কো-ইতালিয়ান বিমান প্রস্তুতকারক সংস্থা এটিআরের ।

Latest Videos

ওড়ার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় প্লেনটি, তারপর গাছগাছালিতে ভরা এলাকায় ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থলে বেশ কয়েকটি বাড়িও ছিল বলে জানা গিয়েছে।

তৎক্ষনাখ ধুঁয়োয় ভরে যায় পুরো এলাকা। ভিনহেদোর কাছে ভালিনহসের কাছে ভেঙে পড়ে বিমানটি। প্রাণ বাঁচেনি বিমানে থাকা কোনও যাত্রীরই। বেশ কয়েকটি বাড়ির ক্ষতিও হয়েছে। তবে বাড়ির বাসিন্দাদের আঘাত পাওয়ার কোনও খবর পাওয়া যায়নি।

খবরটি সরকারি ভাবে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা । একটি অনুষ্ঠানের অতিথি হিসাবে গিয়েছিলেন প্রেসিডেন্ট সেখানেই তিনি খবরটি পান। ও সেখান থেকেই নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

 

 

৭০ হাজার ফুট থেকে মাটিতে আছড়ে পড়ে বিমান। ২ মিনিটের মধ্যে ভেঙে পড়ে উড়োজাহাজট। যান্ত্রিক ত্রুটির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা হয়।

এ প্রসঙ্গে এয়ারলাইন ভোয়েপাসের তরফে জানান হয়েছে, " পারানার কাসকাভেল থেকে বিমানটি রওনা দিয়েছিল। যাচ্ছিল সাও পালোর মূল আন্তর্জাতিক বিমানবন্দরে। সাও পাওলোর থেকে ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভিনহেদোয় বিমানটি ভেঙে পড়ে। "

 

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla