বারবার ভূকম্পনের আঘাতে বিপর্যস্ত তুরস্ক এবং সিরিয়া। বৃহস্পতিবার বিকেল অবদি দুটি দেশ মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কুড়ি হাজারের দোরগোড়ায়। উদ্ধারকাজে চূড়ান্ত বিপর্যয় সৃষ্টি করছে প্রবল তুষারপাত, কনকনে ঠাণ্ডা এবং এলোপাথাড়ি ভেঙে পড়ে থাকা ধ্বংসস্তূপ। আটকে পড়া মানুষদের উদ্ধার করা চরম বিপদসংকুল এবং কঠিন হয়ে পড়েছে উদ্ধারকারী কর্মীদের পক্ষে। এরই মধ্যে শোনা যাচ্ছে ইতিউতি শিশুর কণ্ঠ। তাদের অনেকে জানেই না যে, পৃথিবীর কোথাও কোনও বিপদ ঘটেছে কিনা। তেমনই এক শিশু ছিল ৭ বছরের মরিয়ম। যে নিজের একটিমাত্র হাত দিয়ে আগলে ধরে শুয়েছিল তার ৩ বছরের ভাইকে। তাদের ভিডিওর পর এবার শিশুদের উদ্ধার করার ভিডিওয়ে ছেয়ে গেল নেট দুনিয়া।