Narendra Modi In Namibia: মোদীর মুকুটে ফের জুড়ল আরও একটি পালক। নামিবিয়া সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হল সর্বোচ্চ সম্মান। দেখুন ফটো গ্যালারিতে…
ব্রাজিলের রিও-ডি জেনিরিও শহরে ব্রিকস সম্মেলন শেষে ফের শুরু করলেন বিদেশ সফর। বুধবার নামিবিয়া সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে বিশেষ অভ্যর্থনা জানানো হয় সেদেশের সরকারের তরফে।
28
ব্রাজিলের পর নামিবিয়ায় সম্মানিত মোদী
সরকারি সূত্রে খবর, মোদীর বিদেশ সফরে এই নিয়ে চতুর্থবার তিনি সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন। এর আগে প্রধানমন্ত্রীকে ব্রাজিলের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়। আর এবার নামিবিয়া সফরে গিয়ে আরও এক সম্মানে ভূষিত হলেন নমো।
38
নামিবিয়ায় মোদীকে সর্বোচ্চ সম্মান
বুধবার নামিবিয়া সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয় সেদেশের সর্বোচ্চ সম্মান ‘’অর্ডার অব দ্য মোস্ট অ্যানসিয়েন্ট ওয়েলউইতশিয়া মিরাবিলিস''। ১৯৯৫ সাল থেকে চালু রয়েছে এই পুরস্কার।
সরকারি সূত্রে জানা গিয়েছে, নামিবিয়া দেশটি ১৯৯০ সালে স্বাধীনতা লাভ করে। তারপর ১৯৯৫ সাল থেকে এই অর্ডার অব দ্য মোস্ট অ্যানসিয়েন্ট ওয়েলউইতশিয়া মিরাবিলিস পুরস্কার চালু করে সেদেশের সরকার। সাধারণত অসামান্য কাজ, পরিষেবা ও নেতৃত্বের জন্য এই বিশেষ সম্মান দেওয়া হয়।
58
কী থেকে নামকরণ করা হয়েছে এই পুরস্কারের
জানা গিয়েছে, নামিবিয়ার মরুভূমিতে ওয়েলউইতশিয়া মিরাবিলিসের নামে এক জনপ্রিয় গাছ দেখা যায় বা রয়েছে। আর সেই নাম থেকেই এই পুরস্কারের নামকরণ করা হয়েছে।
68
কততম বার মিলল এইরকম সম্মান?
প্রধানমন্ত্রী হিসেবে এই নিয়ে ২৭বার এই রকম বিশেষ সম্মানে ভূষিত হলেন তিনি। এছাড়াও ব্রাজিল সফরে এটা মোদীর চতুর্থ সর্বোচ্চ সম্মান ছিলো।
78
ব্রিকসে যোগ মোদীর
সরকারি সূত্রে খবর, রিও দে জেনেইরোতে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দিতে গত রবিবার ব্রাজিলে পৌঁছন মোদী। ২ দিন ব্রিকস সম্মেলন হয়। এরপরই রিও দে জেনেইরো থেকে ব্রাসিলিয়ায় পৌঁছন প্রধানমন্ত্রী। তারপর সেখান থেকে চলে যান নামিবিয়া সফরে।
88
মোদীর সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর জোর
প্রধানমন্ত্রীর এই সফরে শুধু সর্বোচ্চ সম্মানই নয়। জোর দেওয়া হয়েছে ভারত ও নামিবিয়া দুই দেশের পারস্পারিক দ্বিপাক্ষিক সম্পর্ক ও ব্যবসা বাণিজ্যের উপরও।