বিশ্বের ভয়ঙ্কর প্যাথোজেনগুলি নিয়ে নয়া তালিকা গঠন হু-র, ভবিষ্যতে অতিমারী রুখতেই এমন ব্যবস্থা

বিশ্বের ভয়ঙ্কর প্যাথোজেনগুলিকে নিয়ে একটি তালিকা তৈরী করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার মতো আর যাতে কোনও মহামারীর কবলে না পড়তে হয় বিশ্ববাসীকে তার ব্যবস্থা এখন থেকেই করে রাখছে হু ।

করোনার মতো আর যাতে কোনও মহামারীর কবলে না পড়তে হয় বিশ্ববাসীকে তার ব্যবস্থা এখন থেকেই করে রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার বিশ্বের ভয়ঙ্কর প্যাথোজেনগুলিকে নিয়ে একটি তালিকা তৈরী করছে হু। বিশেষত তাদের পরিকল্পনা যে এই তালিকাভুক্ত প্যাথোজেনগুলির গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে তাদের ক্ষমতা সম্পর্কে অবগত হওয়া। যাতে পরবর্তীকালে এই প্যাথোজেন সংক্রমণ ছড়ালেও সেই সংক্রমণ যাতে নিয়ন্ত্রণ করতে পারে মানুষ। ভবিষ্যতে যতই মহামারী বা অতিমারী আসুক না কেন তা যাতে কোনোভাবেই মানুষের নিয়ন্ত্রণের বাইরে না চলে যেতে পারে সেই জন্যই এমন পদক্ষেপ নিয়েছে হু।

হু প্রথম প্যাথোজেন তালিকা প্রকাশ করেছিল ২০১৭ সালে। ২০১৮ তেও এই তালিকায় যুক্ত হয়েছিল আরও বেশ কিছু প্যাথোজেন। কিন্তু বর্তমান এই তালিকায় বদলে গেছে সব। বর্তমানের এই তালিকায় আছে কোভিড-১৯, ক্রিমিয়ান-কং হেমোরেজিক ফিভার, ইবোলা ভাইরাস ডিজিজ এবং মারবার্গ ভাইরাস ডিজিজ, লাসা জ্বর, মধ্যপ্রাচ্যের শ্বাসযন্ত্র সিন্ড্রোম এবং গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের সিনড্রোম , নিপাহ এবং হেনিপাভাইরাল রোগ, রিফট ভ্যালি জ্বর, জিকা এবং ডিজিজ এক্স সহ অন্যান্যপি আরও অনেক প্যাথোজেন।

Latest Videos

আবার মহামারী সৃষ্টি করতে পারে এমন প্যাথোজেনগুলি নিয়েও একটি আলাদা তালিকা গঠন করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে এক্স। হু সারা পৃথিবী খুঁজে প্রায় ৩০০ টিরও বেই বিজ্ঞানী এনেছেন যারা এই ডিসিস এক্স ও অন্যান্য আরও ২৫ টা নতুন ভাইরা পরিবার নিয়ে গবেষণা করবে।

ডাঃ মাইকেল রায়ান, ডব্লিউএইচওর হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর বলেছেন যে এই প্যাথোজেনের তালিকা তাদের টিকা আবিষ্কারের ক্ষেত্রে বিশেষ সহায়তা করবে।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News