১৩ তলা বাড়ির ছাদ থেকে পড়ে গিয়েও প্রাণ বাঁচল যুবতীর! ভাইরাল এই ভিডিও দেখলে হাড় হিম হয়ে যাবে

Published : Jul 24, 2024, 09:46 AM IST
Viral News

সংক্ষিপ্ত

১৩ তলা বাড়ির ছাদ থেকে পড়ে গিয়েও প্রাণ বাঁচল যুবতীর! ভাইরাল এই ভিডিও দেখলে হাড় হিম হয়ে যাবে

১৩ তলাবাড়ির ছাদ থেকে পড়েও বেঁচে গেলেন যুবতী। আশ্চর্য হওয়ার মতো ঘটনা ঘটেছে সাইবেরিয়ায়। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। যা দেখে তাজ্জব হয়েছেন নেট পাড়ার বাসিন্দারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্র থেকে জানা গিয়েছে, " গত ১৮ জুলাই ৪৯/১ অ্যাভিয়েশন স্ট্রিটে হঠাৎই ১৩ তলা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যান ২২ বছরের এক যুবতী।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে যে প্রথমে সকলেই ওই যুবতীর মৃত্যু হয়েছে বলে ভাবেন। তবে সকলকে অবাক করে দিয়ে হঠাৎই উঠে বসেন তিনি।

এরপর ঘটনাস্তলে অ্যাম্বুলেন্স পৌঁছালেই নিজের পায়ে হেঁটেই অ্যাম্বুলেন্সে ওঠেন যুবতী। সব কিছু জানার পরে হতবাক হয়ে যান চিকিৎসকেরাও।

তবে এখানেই শেষ নয়, এত উঁচু থেকে পড়ে গিয়েও বিন্দুমাত্র চোট পাননি তিনি। শুধু ফুসফুসে ও হাড়ে সামান্য চোট পেয়েছেন ওই মহিলা।

 

 

এই ঘটনা সত্যিই যে অত্যন্ত আশ্চর্যের তাই মনে করছেন চিকিৎসকেরা। তাঁদের মতে উঁচু থেকে পড়ে যাওয়ার পর সাধারণত দুই শ্রেনীর মানুষ এই ধাক্কা সহ্য করতে পারেন এক শিশু দুই যারা মদ্যপান করে আছেন। নিচে পড়ার পর তাদের শরীরে চাপের প্রভাব খুব একটা পড়ে না।

তবে এক্ষেত্রে এই যুবতী মদ্যপান করেছিলেন কি না তা এখনও জানা যায়নি। তবে উঁচু ঘাষের উপরে উপুড় হওয়ার কারণে কোনও ভাবে ওই মহিলার প্রাণ বেঁচে যেতে পারে বলে মত চিকিৎসকেদের।

PREV
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
LIVE NEWS UPDATE: 'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার