ফের করোনার থাবা দিল্লি শিবিরে, আক্রান্ত দলের তারকা পেসার

Published : Apr 14, 2021, 08:19 PM ISTUpdated : Apr 16, 2021, 11:07 AM IST
ফের করোনার থাবা দিল্লি শিবিরে, আক্রান্ত দলের তারকা পেসার

সংক্ষিপ্ত

ফের খারাপ খবরে দিল্লি ক্যাপিটালসে আগে করোনা আক্রান্ত হয়েছিলেন অক্ষর প্যাটেল এবার করোনা আক্রান্ত হলেন দলের পেসার আনরিখ নকিয়া যারর ফলে আরও বেশ কিছু ম্যাচ পাওয়া যাবে না প্রোটিয়া পেসারকে  

আইপিএল শুরুর আগেই দলের অধিনায়ক শ্রেয়স আইয়র চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে। তারপর করোনা আক্রান্ত হয়েছেন দলের তারকা স্পিনার-অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তারপরও নতুন অধিনায়ক ঋষভ পন্থের নেতৃত্বে প্রথম ম্যাচে সিএসকের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু মাঠের বাইরে সময়টা কিছুতেই ভালো যাচ্ছে না দিল্লির। এবার করোনা আক্রান্ত হলেন দলের তারকা পেসার এনরিখ নকিয়া।

আইপিএলের আগে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে খেলতে ব্যস্ত ছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা দুই পেসার কাগিসো রাবাডা ও আনরিখ নকিয়া। ভারতে এসে বিসিসিআইয়ের কোয়ারেন্টাইন নিয়ম মেনে ঘরবন্দী ছিলেন। কোয়ারেন্টাইনে প্রবেশের সময় করোনা নেগেটিভ ছিলেন নকিয়া।  বুধবার তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। রিপোর্ট পজেটিভ আসার পরই তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। নকিয়া করোনা আক্রান্ত হওয়ার খবরে র পর উদ্বেগ  তৈরি হয়েছে রাবাডাকে নিয়েও। কারণ দুজন একসঙ্গেই ভারতে এসেছিলেন।

গতবার কাগিসো রাবাডার পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠেছিলেন নকিয়া। ১৬ ম্যাচে ২২টি উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত ১৫৬.২২ বেগে বল করেছিলেন। করোনা পজেটিভ হওয়ার ফলে বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী অন্তত ১০ দিন করোনা আক্রান্তকে আইসোলেশনে থাকতে হবে। তারপর করোনা নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। ফলে এখনও বেশ কিছু মযাচ নকিয়াকে পাচ্ছে না দিল্লি।


PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?
আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত