করোনার কোপ আইপিএলে, টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করল বিসিসিআই

  • একের পর এক দলে বাড়ছিল করোনার থাবা
  • আতঙ্ক ছড়িয়ে পড়ছিল একাধিক টিমের মধ্যে
  • প্রশ্ন উঠছিল এই পরিস্থিতিতে আইপএল করা নিয়ে
  • অবশেষে আইপিএল ২০২১-কে স্থগিত করা হল
     

অবশেষে করোনার  কোপে ২০২১ মরসুমের আইপিএল। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত এই মরসুমের আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে করোনার ভয়ঙ্কর পরিস্থিতি ও আইপিএলেও একের পর এক দলে করোনার থাবা, গ্রাউন্ড স্টাফদের করোনা পজেটিভ আসায় ক্রমশ আতঙ্ক বাড়ছিল সব দলের অন্দরে। তাই ক্রিকেটারদের নিয়ে ঝুঁকি না নিয়ে আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্তের পথে হাঁটল ভারতীয় ক্রিকেট বোর্ড। 

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ভারতীয় বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়ে দিয়েছেন, ভয়াবহ করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত। একাধিক ফ্র্যাঞ্চাইজির অন্দরমহলে করোনা থাবা বসানোয় সূচি অনুযায়ী আইপিএল চালিয়া যাওয়া যে সম্ভব নয়, সেটা বুঝেই রণে ভঙ্গ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে বিসিসিআই জানায়, ‘আইপিএলের গর্ভনিং কাউন্সিল ও বিসিসিআই আপত্কালীন বৈঠকে সর্বসম্মতভাবে অবিলম্বে আইপিএল ২০২১ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।’ দেশের মাটিতে শত চেষ্টা করেও আইপিএলের সফল আয়োজন না করতে পারায় কিছুটা হলেও হতাশ বিসিসিআই।

Latest Videos

 

 

মূলত একাধিক দলে করোনার থাবার কারমেই পিছু হটল বিসিসিআই। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটার এবং সদস্যরা করোনা আক্রান্ত হন। মঙ্গলবার জানা গিয়েছে ঋদ্ধিমান সাহা এবং অমিত মিশ্র করোনা আক্রান্ত হয়েছেন। চেন্নাই দল ইতিমধ্যেই ৬ দিনের জন্য কঠোর নিভৃতবাসে রয়েছে। সুত্রের খবর, এই মুহূর্তে আইপিএল-এর ৬টি দল কঠোর নিভৃতবাসে রয়েছে। 
 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News