দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কেকেআরের, পঞ্জাবের বিরুদ্ধে জিততে মরিয়া মর্গ্যান বাহিনী

Published : Apr 26, 2021, 11:53 AM IST
দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কেকেআরের, পঞ্জাবের বিরুদ্ধে জিততে মরিয়া মর্গ্যান বাহিনী

সংক্ষিপ্ত

আজ আইপিএলে কেকেআর বনাম পঞ্জাব টানা চার ম্যাচ হেরে চাপে ইয়ন মর্গ্যানের দল অপরদিকে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ে ফিরেছে পঞ্জাব আজকের ম্য়াচে জয় পেতে মরিয়া দুই দলের অধিনায়ক  

আজ আইপিএলে ফের মাঠে নামছে কলকাতা নাইটরাইডার্স। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। পরপর ৪টি ম্যাচ হেরে বর্তমানে লিগ টেবিলের 'লাস্ট বয়' ইয়ন মর্গ্যানের দল। অপরদিকে, পরপর তিন ম্যাচ হারের পর মুম্বইয়ের বিরুদ্ধে জয়ে ফিরেছে কেএল রাহুলের দল। ৫ ম্য়াচে ২টি জয় নিয়ে লিগ টেবিলের ৫ নম্বরে রয়েছে পঞ্জাব। ফলে শেষ চারে ওঠার রাস্তা জিইয়ে রাখতে হলে আজকের ম্যাচে জয়ের সরণিতে ফিরতেই হবে কেকেআরকে। অপরদিকে, নাইটদের হারিয়ে লিগ টেবিলের আরও উপরে উঠতে মরিয়া পঞ্জাব কিংস।

আরও পড়ুনঃ শুধু ব্য়াটেই বিধ্বংসী নয়, রবীন্দ্র জাদেজার বিয়েতে চলেছিল গুলি-বোমা-ধারালো অস্ত্র, জানুন সেই কাহিনি

জয়ে ফিরে আত্মবিশ্বাসী পঞ্জাব-
প্রথম ম্য়াচে রাজস্থানের বিরুদ্ধে জয় পেলেও, পরপর তিনটি ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল কেএল রাহুলের দলের। তবে শেষ ম্যাচে মুম্বই বিরুদ্ধে ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করে জয়ে ফিরেছে পঞ্জাব। মুম্বইয়ের বিরুদ্ধে ছন্দে ফিরেছে পঞ্জাবের বোলিং লাইনআপ। অনবদ্য বোলিং করেছিলেন শামি, হেনরিকস, হুডা, অর্শদীপরা। দলে ফিরেই নিজের জাত চিনিয়েছেন রবি বিষ্ণোই। ব্য়াটিং লাইনআপেও কেএল রাহুল , ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়ালরা নিজেদের চেনা ছন্দে ফিরেছে। দীপক হুডাও প্রথম থেকে রানের মধ্যে রয়ছেন। একমাত্র নিকোলাস পুরান এখনও রানের মধ্যে নেই। স্বল্প সুযোগে নিজেকে প্রমাণ করেছেন শাহরুখ খান। সব মিলিয়ে আজকের ম্যাচে কেকেআরের বিরুদ্ধে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী পঞ্জাব কিংস।

আরও পড়ুনঃছোট পোষাকে পুরো ঘাম ছুটিয়ে দেন, কেকেআর তারকার স্ত্রীর রূপে হার মানবে নায়িকারা, দেখুন ছবি

ঘুড়ে দাঁড়াতে মরিয়া কেকেআর-
পরপর চার ম্যাচ একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কেকেআরের। আজকের ম্য়াচ জিততে না পারলে শেষ চারে ওঠার স্বপ্ন অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এই পরিস্থিতিতে অনুশীলনে নিজেদের যাবতীয় ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছে ইয়ন মর্গ্যানের দল। তবে ব্য়াটিং-বোলিং দুই বিভাগের ফর্মই চিন্তায় রেখেছে নাইট অধিনায়ক ও কোচকে। কারণ নীতিশ রানা ছাড়া দলের কোনও ব্যাটসম্যানই ধারাবাহিকভাবে রান পাচ্ছে না। ফলে গিল, মর্গ্যান, কার্তিকরা রানে ফিরতে মরিয়া হয়ে উঠেছে। অপরদিকে সিএসকের বিরুদ্ধে রানে ফিরলেও, রাজস্থানের বিরুদ্ধে রান পাননি রাসেল। তবে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে তার গলায়। বোলিং লাআইনআপ যদিও কিছুটা আস্বস্ত করছে কেকেআর ম্যানেজমেন্টকে। বরুণ চক্রবর্তী ছন্দে রয়েছেন, নারিন উইকেট না পেলেও রান কম খরচ করছেন, মাভিও গত ম্যাচে ভালো বোলিং করেছেন। একমাত্র প্যাট কামিন্স ব্যাট হাতে কার্যকরী ভূমিকা পালন করলেও, বল হাতে তার পারফরমেন্স আশানরুপ নয়। সব মিলিয়ে আজকের ম্যাচে জয়ে ফিরতে মরিয়া হয়ে উঠেছে নাইটরা।

আরও পড়ুনঃডিভোর্সি মহিলার সঙ্গে প্রেম ও বিয়ে, তালিকায় একাধিক ভারতীয় তারকা ক্রিকেটার

মুখোমুখি সাক্ষাতের পরিংখ্যান-
এবারের আইপিএলে একেবারে ফর্মে না থাকলেও, পরিসংখ্যান কিন্তু পঞ্জাবের বিরুদ্ধে কিছুটা স্বস্তি দিচ্ছে কেকেআরকে। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ২৭ বার মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। যার মধ্যে ১৮ বার জয় পেয়েছে ইয়ন মর্গ্যানের দল ও ৯ বার জয় পেয়েছে কেএল রাহুলের দল।

ম্য়াচ প্রেডিকশন-
আইপিএলে টানা ৪ ম্যাচে হার আত্মবিশ্বাসে অনেকটাই ধাক্কা খেয়েছে কেকেআরের। তারকা খোচিত ব্যাটিং-বোলিং লাইনআপে ছন্দে নেই অনেকেই। অপরদিকে প্রায় একই অবস্থা হলেও, শেষ ম্য়াচে জয় অনেকটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পঞ্জাব। খাতায়-কলমে শক্তির বিচারে কেকেআর এগিয়ে থাকলেও, সাম্প্রতিক ফর্মের নিরিখে আজকের ম্যাচে পঞ্জাবকেই কিছুটা এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।  


PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?