আজ আইপিএলে এমএস ধোনি বনাম রোহিত শর্মার দ্বৈরথ। সর্বাধিক দুই ট্রফি জয়ী দলের লড়াই ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে ক্রিকেট প্রেমিদের মধ্যে। এই দুই দল যখনই মুখোমুখি হয়েছে সেই ম্যাচ অন্য মাত্রা পেয়েছে। তবে এ বার লিগ টেবিলে শীর্ষে থেকে লড়াইয়ে নামছে সিএসকে। অপরদিকে চার নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে আজকের 'মহাসংগ্রামে' জয় পেতে মরিয়া দুই দল। মেগা ম্যাচের আগে দেখে নিন কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ-
শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যেই একাদশ নিয়ে নেমেছিল সিএসকে, সেই দলে কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ চেন্নাই টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সিএসকে দলে থাকতে চলেছে, ব্য়াটিং লাইনআপে রুতুরাজ গায়কোয়াড়, ফাফ ডুপ্লেসি, মইন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক)। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান। বোলিং লাইনআপে থাকছেন শার্দুল ঠাকুর, দীপক চাহার, লুঙ্গি এনগিডি।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মার দলও রাজস্থানের বিরুদ্ধে তাদের যে উইনিং কম্বিনেশন ছিল তা নিয়েই সিএসকের বিরুদ্ধে নামতে চলেছে। পরিবর্তনের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। মুম্বই ইন্ডিয়ান্স দলের ব্যাটিং লাইনআপে থাকছেন রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডিকক (উইকেট রক্ষক), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ডিয়া। বোলিং লাইনআপে থাকছেন রাহুল চাহার, জয়ন্ত যাদব, ন্যাথান কুল্টার নাইল, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা।
এবারের আইপিএলে ফর্মের নিরিখে এমএস ধোনির দল এগিয়ে থাকলেও, পরিসংখ্যান কিন্তু অনেকটাই আত্মবিশ্বাস বাড়াচ্ছে রোহিত শর্মার দলের। কারণ এখনও পর্যন্ত ৩২ বারের সাক্ষাতে সিএসকে জিতেছে মাত্র ১৩ বার ও ১৯ বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে আজ আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।