সিএসকে বনাম পঞ্জাব ম্যাচে কেমন হতে পারে সম্ভাব্য একাদশ, দেখে নিন এক নজরে

  • আজ ফের মাঠে নামছে ধোনির সিএসকে
  • প্রতিপক্ষ কেএল রাহুলের দল পঞ্জাব কিংস
  • দুই অধিনায়ক আজকের ম্য়াচ জিততে মরিয়া
  • দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে চলছে জল্পনা
     

আজ আইপিএলে এমএস ধোনি বনাম কেএল রাহুলের দ্বৈরথ ঘিরে বাড়ছে উত্তেজনার পারদ। ধোনির অভিজ্ঞতা না রাহুলের তারুণ্য শেষ পর্যন্ত  কার জয় হয়, তার উত্তর মিলবে আজ আইপিএলের ম্যাচে। প্রথম ম্যাচে রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে ম্য়াচে আত্মবিশ্বাসে ভরপুর রয়েথে পঞ্জাব কিংসের প্লেয়াররা। কিন্তু অপরদিকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হার দিয়ে মরসুম শুরু করেছে ধোনির চেন্নাই সুপার কিংস। দুই দলের দ্বিতীয় ম্য়াচে কী হতে পারে সম্ভাব্য একাদশ, দেখে নিন এক নজরে।

আরও পড়ুনঃ Match Prediction- ধোনির অভিজ্ঞতা না রাহুলের তারুণ্য, সিএসকে বনাম পঞ্জাব ম্যাচ ঘিরে চড়ছে পারদ

Latest Videos

পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ-
পঞ্জাব কিংসের প্রথম ম্য়াচে বোলিং লাইনআপের ফর্ম নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে কেএল রাহুল। ঝাই রিচার্ডসন ও রিলে মারডিথ ৮ ওভারে একশোর বেশি রান দিয়েছিলেন। তাই সেই জায়গায় আজ রিলে মারডিথের জায়গায় ক্রিস জর্ডানের খেলার একটা সম্ভাবনা রয়েছে। পঞ্জাবের ব্যাটিং লাইনআপে থাকছেন মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেট রক্ষক), ক্রিস গেইল, নিকোলাস পুরাণ, দীপক হুডা, শাহরুখ খান। অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন ঝাই রিচার্ডসন ও রিলে মারডিথ অথবা ক্রিস জর্ডানের মধ্যে একজন। বোলিং লাইনআপে থাকছেন মুর্গান অশ্বিন, অর্শদীপ সিং, মহম্মদ শামি।

পঞ্জাব কিংস-
মায়াঙ্ক আগরওয়াল
কেএল রাহুল (অধিনায়ক ও উইকেট রক্ষক)
ক্রিস গেইল
নিকোলাস পুরাণ
দীপক হুডা
শাহরুখ খান
ঝাই রিচার্ডসন
রিলে মারডিথ/ ক্রিস জর্ডান
মুর্গান অশ্বিন
অর্শদীপ সিং
মহম্মদ শামি

আরও পড়ুনঃএই 'ডিভার' প্রেমেই 'ক্লিন বোল্ড' ঋষভ পন্থ, জানুন কে এই সুপার হট অ্যান্ড সেক্সি সুন্দরী

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ-
প্রথম ম্য়াচে জয় না পেলেও, দ্বিতীয় ম্যাচে দলে খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই চেন্নাই সুপার কিংসের। সিএসকের ব্যাটিং লাইনআপে থাকছেন রুতুরাজ গায়কোয়াড়, ফাফ ডুপ্লেসি, মইন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক)। এদের মধ্যে বল করতে সক্ষম মইন আলি। এছাড়া দলের অলরাউন্ডারের ভূমিকা পালন করবেন ডোয়েইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান। সিএসকের বোলিং লাইনআপে থাকছেন শার্দুল ঠাকুর, দীপক চাহার।

চেন্নাই সুপার কিংস-
রুতুরাজ গায়কোয়াড়
ফাফ ডুপ্লেসি
মইন আলি
সুরেশ রায়না
অম্বাতি রায়ডু
এমএস ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক)
ডোয়েইন ব্রাভো
রবীন্দ্র জাদেজা
স্যাম কুরান
শার্দুল ঠাকুর
দীপক চাহার

আরও পড়ুনঃমাঠে বিধ্বংসী হলেও ব্যক্তিগত জীবনে চূড়ান্ত রোমান্টিক, দেখুন পোলার্ড ও তার স্ত্রীর রোমান্সের ছবি

দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে অনেকটা এগিয়ে সিএসকে। এখনও পর্যন্ত ২৪ বারের সাক্ষাতে চেন্নাই সুপার কংস জিতেছে ১৫ বার ও ৯ বার জিতেছে পঞ্জাব। তবে আজকের ম্য়াচে কিছুটা কেএল রাহুলের দলকে এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

;

Share this article
click me!

Latest Videos

শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News