খাঁচা থাকলেও দেখা নেই বাঘমামার, আতঙ্কে কাঁপছে বেলপাহাড়ি

Sahajahan Ali |  
Published : Jan 07, 2020, 07:59 PM IST
খাঁচা থাকলেও দেখা নেই বাঘমামার, আতঙ্কে কাঁপছে বেলপাহাড়ি

সংক্ষিপ্ত

মঙ্গলবার বাঘের ধরা পেল না বনদফতর  বাঘকে চোখে দেখেছে বলে দাবি গ্রামবাসীর বাঘের ছাপ শেষবার বেলপাহাড়ী সীমান্তে পেয়েছে  ট্র্যাকার টিম ঝাড়খন্ডে যাওয়ার সম্ভাবনা বাঘের

 
সোমবার রাত কেটে গেলেও ক্যামেরা বা খাঁচাতে ধরা পড়লো না রয়্যাল বেঙ্গল টাইগার ৷ সাত সকালেই ঝাড়গ্রামের মালাবতীর জঙ্গলে গিয়ে খাঁচা পরীক্ষা করেন বনকর্মীরা ৷ দেখা গেল সবকিছু একই রয়েছে ৷ লাগানো একটি ক্যামেরাতে দেখা যায়নি কোনও ছবি ৷ তাই বনদফতরের পক্ষ থেকে বাঘ-এর ছবি তুলতে আরও ১৩ টি ক্যামেরা জঙ্গলের বিভিন্ন স্থানে লাগানোর ব্যাবস্থা হয় ৷ 
 
অন্যদিকে সকালেই বাঘকে নিজের চোখে  দেখেছন বলে দাবি করেন এক বাসিন্দা ৷ বিনপুর থানার পাথরচাকরি-তে বাঘ দেখতে পান গ্রামবাসী পতিত কর্মকার। জঙ্গলে পাতা আনতে যাওয়ার সময় তিনি বাঘ দেখেছেন বলে দাবি করেন ৷ বড়, হলদে গায়ে ডোরাকাটা দাগ ছিল প্রাণীটির।বাঘ বলেই দাবি পতিত কর্মকারের। তিনি বলেন- 'হঠাৎ জঙ্গলে ঢোকার সময় দেখলাম বেশকিছু পাখি চেঁচিয়ে উঠলো ৷ অস্বাভাবিক মনে হওয়া গিয়ে দেখলাম একটি বড় বাঘ দৌড়ে জঙ্গলের গভীরে চলে গেলো ৷' 
 
বনকর্তারা তাঁর কথা মতো তল্লাশিতে গিয়ে নতুন করে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন বলেও খবর ৷ পেতে রাখা খাঁচা থেকে প্রায় সাতশো মিটার দুরত্বে এই নতুন পায়ের ছাপ দেখা গিয়েছে ৷ এরপরই আরও ১৩ টি ক্যামেরা লাগানোর ব্যাবস্থা করেছে বনদফতর ৷মঙ্গলবার পরিস্থিতি দেখতে হাজির হয়েছিলেন মুখ্যবনপাল শক্তিশঙ্কর দে ৷ তিনি বলেন- এদিনের বাঘের শেষ পায়ের ছাপ ধরা পড়েছে বেলপাহাড়ির শেষপ্রান্তে ৷ যেখান থেকে খুব সামনে ঝাড়খন্ড যাওয়া ৷ তবে যেতে পারে পুরুলিয়া এবং বাঁকুড়াও ৷ একটাই বাঘ রয়েছে ৷ যে গতিতে এগোচ্ছে সে ঝাড়খন্ডে গেলেও যেতে পারে ৷ তাই খাঁচাও সরিয়ে পাতা হয়েছে ৷ তবে বাঁকুড়া বা পুরুলিয়া , ঝাড়গ্রামে পাওয়া পায়ের ছাপ একই বাঘের ৷
 

PREV
click me!

Recommended Stories

ফের পৃথক কামতাপুর রাজ্যের দাবি, মঙ্গলবার সকালে ময়নাগুড়িতে রেল অবরোধ
RG Kar Case : আদালতে CBI আধিকারিকের চাঞ্চল্যকর স্বীকারোক্তি! কী বললেন তিলোত্তমার মা-বাবা?