নিজের জীবনের ঝুঁকি নিয়ে অবিরাম সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছেন রাজ্যের পুলিশকর্মীরা। অনেকেই শহরকে বুকে আগলে রেখে ইতিমধ্য়েই নিজেই পাড়ি দিয়েছেন চির ঘুমের দেশে। তাই রাজ্যে পুলিশকর্মীদের সম্মান দিতে একটি বিশেষ দিন বেছে নিলেন মুখ্যমন্ত্রী। ১ সেপ্টেম্বর রাজ্যে পুলিশ দিবস পালনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন, রেজিস্ট্রেশন না মেলায় জুটছে না চাকরি, বেহাল দশা ভিন রাজ্য থেকে আসা নার্সিং স্টাফদের
করোনা যুদ্ধে পুলিশের ভূমিকাকে শ্রদ্ধা জানাতেই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবছর থেকে ১ সেপ্টেম্বর দিনটি পুলিশ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত রাজ্য সরকারের। কোভিড যুদ্ধে পুলিশের ভূমিকাকে সম্মান জানাতেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, 'যে পুলিশকর্মীরা করোনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন, তাঁদেরকে সম্মান জানাতে চায় রাজ্য সরকার। যেভাবে শিক্ষক দিবস বা নারী দিবস পালিত হয়, সেভাবেই পুলিশ দিবস পালিত হবে। সেদিন পুলিশকর্মীদের ধন্যবাদ জানাবে সরকার।'
আরও পড়ুন, ঘুড়ির সুতো উদ্বেগ বাড়াচ্ছে মা উড়ালপুলে, দুর্ঘটনা এড়াতে কড়া নজরদারি কলকাতা পুলিশের
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এর পাশাপাশি, ওই দিন সাংবাদিকদেরও সম্মান জানাবে রাজ্য সরকার। সাংবাদিকরাও করোনা যোদ্ধা হিসাবে লড়াই করছেন। তাই তাঁদের হাতেও ওই দিনেই সম্মাননা তুলে দেবে রাজ্য সরকার।' উল্লেখ্য, পুলিশদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে নতুন ২০টি বারাক তৈরি করা হবে। কোভিড স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্বেই তৈরি করা হবে বারাকগুলি।