কলকাতায় থেকেই কাশী দর্শন করাবে এবার জগত মুখার্জ্জী পার্ক দুর্গোৎসব কমিটি

  • ৮৩ তম বর্ষে পদার্পণ করতে চলেছে জগত মুখার্জ্জী পার্ক দুর্গোৎসব কমিটি
  • এবছর তাদের ভাবনা 'গঙ্গাদর্শনে কাশী রুদ্রতীর্থ  বারাণসী'
  •  কাশীর বিখ্যাত দুর্গা মন্দিরের আদলে তৈরি হবে তাদের এবারের প্যান্ডেল
  • গতবছর তাদের প্যান্ডেলের থিম ছিল 'টাইম মেশিন'  
     

বছর ঘুরে আবার বাপের বাড়ি ফিরছেন মা দুর্গা। তাই তাঁকে নিয়ে তোড়জোড় এখন তুঙ্গে। পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে মায়ের আগমনীর প্রস্তুতি। সেই সঙ্গেই মাতৃ আরাধনার জন্য নতুন নতুন থিমে সেজে উঠছে ক্লাবগুলি। সেইমতই  জগত মুখার্জ্জী পার্ক দুর্গোৎসব কমিটি সেজে উঠতে চলেছে আবারও এক নতুন থিমে।

আরও পড়ুনঃ দেখে নিন কীভাবে অংশগ্রহণ করবেন 'এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯'-এ 

Latest Videos

বিগত কয়েকবছর ধরেই কলকাতার পুজোর থিমের তালিকায় ওপরে রয়েছে জগত মুখার্জ্জী পার্ক দুর্গোৎসব কমিটি। এবছর তাদের নতুন থিম হল 'গঙ্গাদর্শনে কাশী রুদ্রতীর্থ  বারাণসী'। কাশীর বিখ্যাত দুর্গা মন্দিরের আদলে তৈরি হবে তাদের এবারের প্যান্ডেল। ঐ মন্দিরের প্রবেশ পথে রয়েছে জগঝম্প এবং গর্ভ মন্দিরে মা দুর্গার দণ্ডায়মান মূর্তি। এক অসাধারন কারুকার্য মণ্ডিত মন্দিরের প্রাচীর। তাই ধরে নেওয়াই যায় যে কাশীর গঙ্গা আরতির সঙ্গে দুর্গা মন্দিরের অনুপম শিল্প মণ্ডিত গর্ভমন্দিরে দেবী দুর্গার জাগ্রত রূপকল্প, দর্শকদের মনে এক আধ্যাত্মিক সঞ্চার করবে। তাই কলকাতায় বসে কাশীর 'রুদ্রতীর্থ' দর্শন করতে চাইলে অবশ্যই আসতে হবে জগত মুখার্জ্জী পার্ক দুর্গোৎসব কমিটির এই প্যান্ডেল দেখতে। 

আরও পড়ুনঃ মায়েদের দুঃখের কাহিনি নিয়েই এবার মা আসছেন সল্টলেক এই পার্ট ১ ব্লক কমিটিতে

গতবছরেও এক অভিনব থিমের মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করেছিল জগত মুখার্জ্জী পার্ক দুর্গোৎসব কমিটি। তাদের গতবছরের পুজোর থিম ছিল 'টাইম মেশিন'। সেই টাইম মেশিন এক ঝটকায় আগামীদিনে পৌঁছে দিয়েছিল দর্শনার্থীদের। তাই তাদের গতবছরের অসাধারন মণ্ডপসজ্জা নজর কেড়েছিল সকলেরই। তবে এবছর তারা দর্শনার্থীদের প্রত্যাশা কতটা পূর্ণ করতে পারবে সেটা জানতে গেলে অবশ্যই অপেক্ষা করতে হবে আর মাত্র কিছুদিনের। 

Share this article
click me!

Latest Videos

কুলতলিতে ঘুরে বেড়াচ্ছে বাঘ! দেখুন | Kultali Tiger | #shorts | #tigers | #sundarban | #shortsvideo
'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari Nandigram
Election Commission Live : বিধানসভা নির্বাচন কবে দিল্লিতে? ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের
বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের মারধরে আপনি চুপ কেন? মমতাকে প্রশ্ন Adhir Ranjan Chowdhury-র
আজ ২৬ হাজার চাকরির ভবিষ্যৎ কি হবে? বড় আপডেট দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Nandigram