বড়সড় ডাকাতির ছক বানচাল করলো বিধান নগর থানার পুলিশ, গ্রেফতার ৪

 

  •  গভীর রাতে  পুলিশের হাতে ধরা পড়ল চারজন   
  • উদ্ধার হয়েছে,  ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম  
  • ধৃতরা প্রত্যেকেই মানিকতলা এলাকার বাসিন্দা 
  • শুক্রবার, ধৃতদের বিধান নগর কোর্টে তোলা হবে 

Ritam Talukder | Published : Jan 31, 2020 10:29 AM IST / Updated: Jan 31 2020, 04:40 PM IST

সল্টলেকে বড়সর ডাকাতির ছক বানচাল করলো বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ। ৭ নাম্বার খেয়া থেকে গভীর রাতে ধারালো অস্ত্র সহ চারজনকে আটক  করল পুলিশ। এরা প্রত্যেকে মানিকতলা এলাকার বাসিন্দা। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাদের পূর্ব থানার হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন, চলে গিয়েছিলেন মৃত্য়ুর দোরগোড়ায় সেখান থেকে ফিরে আসা, মুকেশের কাহিনি শোনার মত

পুলিশ সূত্রে খবর ,গতকাল গভীর রাতে সূত্র মারফত খবর পায় যে ৭ নাম্বার খেয়াতে বেশ কিছু যুবক সন্দেহ জনক ভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। পুলিশ আরও জানতে পারে যে তাদের হাতে বেশ কিছু ধারালো অস্ত্র আছে। সেই খবর পেয়েই বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ অভিযান চালায। সেখানে হানা দিয়ে ওই চার জনকে হাতে নাতে  ধরে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু ধারালো অস্ত্র ও ডাকাতি করার সরঞ্জাম। তবে বড়সর ডাকাতির আগেই ডাকাতদলকে ধরতে পেরে স্বাভাবিকভাবেই অনেকটা নিশ্চিন্ত বিধান নগর থানার পুলিশ। 

আরও পড়ুন, বিজেপির মিছিলে সিএএ পোস্টার নিয়ে প্রতিবাদ তরুণীর, দিলীপ ঘোষের হুঁশিয়ারী

সূত্রে খবর ,জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে সল্টলেকের কোনো একটি বাড়িতে ডাকাতির ছক ছিল। কতদিন ধরে কীভাবে এই ডাকাতির ছক করা হয়েছিল, পুলিশ তা খতিয়ে দেখছে। পাশাপাশি ওই অস্ত্র কোথা থেকে মজুত করল ধৃতরা, সে বিষয়েও তদন্ত চলছে। আজ শুক্রবার, ধৃতদের বিধান নগর কোর্টে তোলা হবে। 

Share this article
click me!