২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কলকাতা পুলিশের ৪৯ জন, চিন্তায় কর্তৃপক্ষ

  • ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কলকাতা পুলিশের ৪৯ জন
  •  সব মিলিয়ে সংখ্যাটা বেড়ে দাঁড়াল প্রায় ১৪০০
  • তবে  বেশির ভাগ পুলিশ কর্মী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন 
  • ইতিমধ্য়েই মারা গিয়েছেন  কলকাতা পুলিশের ৮জন 

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন কলকাতা পুলিশের ৪৯ জন। সব মিলিয়ে সংখ্যাটা বেড়ে দাঁড়াল প্রায় ১৪০০। তবে আসার খবর, এদের মধ্য়ে বেশির ভাগ পুলিশ কর্মী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিজেপি ছেড়ে 'ঘরে ফিরছেন' তৃণমূলের একাধিক নেতা, কী বলছেন দিলীপ.

Latest Videos

জানা গিয়েছে, সূত্রের খবর, একদিনেই কলকাতা পুলিশের ৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ আক্রান্তদের মধ্য়ে পুলিশ আধিকারিক ছাড়াও বহু পুলিশক র্মী রয়েছেন।  আগে  কলকাতা পুলিশে এই আক্রান্তের সংখ্য়াটা ছিল ৩১ জন। এখনও পর্যন্ত কলকাতা পুলিশে মোট আক্রান্তের সংখ্যা ১৩৮৮ জন৷ স্বাভাবিক ভাবেই কপালে ভাঁজ পড়েছে পুলিশ কর্তাদের। বিশে, করে বাইরে দাঁড়িয়ে  কাজ বলে এতে সংক্রমিত হাওয়া আশঙ্কা বেশি পুলিশ কর্মীদের।

কলকাতায় একদিনে সংক্রামণে মৃত ২৫, আক্রান্ত ছাড়াল ২৫ হাজার

যাদি লালবাজার  সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪১ জন৷ ইতিমধ্য়েই কলকাতা পুলিশের ৮ জন পুলিশকর্মী মারা গিয়েছেন৷ কিছুদিন আগে করোনায় মৃত্যু হয় চারু মার্কেট থানার কনস্টেবল দেবেন্দ্রনাথ তির্কির৷ শুধু কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন৷ মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৭১৯ জন৷ এখনও পর্যন্ত কলকাতায় আক্রান্তের সংখ্যা ২৫,২০২ জন৷ কলকাতাতেই একদিনে  ২৫ জনের মৃত্য়ুর ফলে মোট  মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০ জন৷ কলকাতায় এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৭,৫৬১ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৯৫ জন৷ শহরে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬,৭৮১ জন৷

এবার একদিনে রাজ্য়ে ৬১ জনের মৃত্যু, করোনা নিয়ে মৃত্যুতে সর্বোচ্চ রেকর্ড.

একদিনে মৃত্য়ুর নিরিখে এবার প্রতিদিনই রেকর্ড গড়ে চলেছে বাংলা। মাঝে কম হলেও ফের উর্ধমুখী আক্রান্তের সংখ্যা। যা চিন্তায় ফেলেছে স্বাস্থ্য় ভবনকে। যদিও খুশির খবর, রাজ্য়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার৷  বুধবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিন বলছে, রাজ্য়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬১ জনের৷ যা একদিনের হিসেবে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ৷ মঙ্গলবার এই মৃতের সংখ্যাটা ছিল ৫৪ জনে৷ যার ফলে সব মিলিয়ে রাজ্য়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১,৮৪৬ জন৷ পাশাপাশি গত ২৪ ঘন্টায় বাংলায় করোনায় আক্রান্ত হয়েছেন ২,৮১৬ জন৷ পরিসংখ্য়ান বলছে, এখনও  রাজ্যে মোট আক্রান্ত হয়েছে ৮৩ ,৮০০ জন৷ অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ২২, ৯৯২ জন৷ সংখ্যা অনুযায়ী একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,০৭৮ জন৷


 

Share this article
click me!

Latest Videos

Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul