৫২ থেকে বেড়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮। ২৪ ঘণ্টায় ফের রাজ্য়ে করোনা নিয়ে মৃতের সংখ্যা বাড়ল। আক্রান্তের থেকে তুলনামূলক ভাবে কমেছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। যদিও স্বাস্থ্য় ভবন আশাবাদী বদলাবে পরিস্থিতি।
বিজেপির মহিলা কর্মীকে গুলি, মমতাকে সরাসরি আক্রমণ দিলীপের
সোমবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন বলছে, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৮ জনের৷ রবিবার এই সংখ্য়াটা ছিল ৫২ জন৷ সব মিলিয়ে রাজ্য়ে মোট মৃতের সংখ্যাবেড়ে দাঁড়িয়েছে ৩,৬২০ জনে৷ ৫৮ জন মৃতের মধ্যে কলকাতারই ১৬ জন৷ বাকি উত্তর ২৪ পরগনার ১৩ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ২ জন ও হাওড়ার রয়েছে ৮ জন৷
এখানেই শেষ হয়নি করোনা নিয়ে মৃতের তালিকা। পরিসংখ্য়ান বলছে, হুগলিতে মারা গিয়েছেন ৬ জন, পূর্ব বর্ধমানে ১ জন, পূর্ব মেদেনীপুর ২ জন৷ পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে করোনা নিয়ে মারা গিয়েছেন ৩ জন, বাকুড়া এই সংখ্য়াটা মাত্র ১, নদিয়ায় ২ জন, মালদায় ১ জন৷ এছাড়াও উত্তর দিনাজপুরে ১ জন, আলিপুরদুয়ারে ২ জন মারা গিয়েছেন সংক্রমণে। গত ২৪ ঘন্টায় রাজ্য়ে সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৩,০৭৭ জন৷ রবিবার এই সংখ্যটা ছিল ৩,০৮৭ জন৷
'বিজেপি করার অপরাধে' বিষ্ণুপুরে গুলিবিদ্ধ মহিলা কর্মী,কাঠগড়ায় তৃণমূল
পরিসংখ্য়ান বলছে, সব মিলিয়ে রাজ্যে এখনও মোট আক্রান্তের সংখ্যা ১,৮৩,৮৬৫ জন৷ সংখ্য়া তত্ত্ব বলছে, একদিনে তুলনামূলক ভাবে কম মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্য়ে। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩,০২১ জন৷ রবিবার এই সংখ্যাটা ছিল ৩,২০৭ জনে৷ সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,৫৭,২৯ জন৷ তার ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৪০ শতাংশ৷