সংক্ষিপ্ত

  • করোনা পরিস্থিতিতে বাজি নিষিদ্ধ রাজ্যে
  • বারুইপুর পুলিশের তল্লাশি অভিযান
  • জয়নগর, সোনারপুরে উদ্ধার প্রচুর শব্দবাজি
  • বিভিন্ন জায়গায় নাকা চেকিং পুলিশের

কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই পুলিশের ধরপাকড় শুরু। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার প্রচুর শব্দবাজি। বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। আগামী দিনে বারুইপুর এলাকার বাজার গুলিতেও তল্লাশি অভিযান চলবে বলে জানিয়েছে বারুইপুর পুলিশ।

আরও পড়ুন-কালীপুজোতেও দর্শক শূন্য মণ্ডপ, বাজি পোড়ানো-বিক্রি পুরোপুরি নিষিদ্ধ, নির্দেশ হাইকোর্টের

হাইকোর্টের নির্দেশে ক্ষোভ প্রকাশ করেছে বাজি ব্যবসার জড়িত ব্যবসায়ীরা। বহস্পতিবার মামলার শুনানিতে কালীপুজো, দীপাবলি, ছট পুজোয় সমস্ত ধরনের বাজির উপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালতের ডিভিশন বেঞ্চ। পুলিশকে গোটা বিষয়ের উপর নজর রাখার নির্দেশ দিয়েছে আদালত। তারপরই, বারুইপুর জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। তাতেই মেলে সাফল্য। উদ্ধার হয়েছে প্রচুর পরিমান নিষিদ্ধ শব্দবাজি।

আরও পড়ুন-অবশেষে চাকা গড়ানো শুরু করছে লোকাল ট্রেন, বুধবার থেকে চালু হচ্ছে সাধারণ যাত্রীদের জন্য পরিষেবা

উচ্চ আদালতের নির্দেশে বারুইপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। বারুইপুর পুলিশ জেলার সোনারপুর, জয়নগর, বারুইপুর থানা এলাকায় তল্লাশি চালানো হয়। উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার শব্দবাজি। পুলিশ সূত্রে খবর, হাইকোর্টের নির্দেশে বাজি ব্যবসায়ীদের মাথায় হাত। এই অবস্থায় বিভিন্ন জায়গায় বাজিগুলি পাচারের চেষ্টা চলছে। এই অবস্থায় বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করছে বারুইপুর জেলা পুলিশ।