অভিনেত্রী তথা সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলী মৈত্রকে মোবাইলে অশালীন ম্যাসেজ ও ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি কর্মীর নাম সৌমেন ঘোষাল।
আরও পড়ুন, নারদ-মামলায় জেল থেকে গৃহবন্দি মদন-শোভন-সুব্রত-ফিরহাদ, আরও কী বলল কলকাতা হাইকোর্ট
বর্ধমান জেলার গলসিতে তার বাড়ি বলে জানা গিয়েছে৷ এ বিষয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন খোদ বিধায়ক। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে শুক্রবার রাতে বর্ধমান থেকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে আইটি অ্যাক্টে মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিধায়কের অভিযোগ, প্রথমে তাঁকে ফোন করে বিরক্ত করা হচ্ছিল৷ ফোন নাম্বার ব্লক করে দিতেই ওয়াটসঅ্যাপে ফোন ও ম্যাসেজ করে অশালীন ব্যবহার করা হয়৷ এমনকি তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়। এরপর এই ঘটনায় শুক্রবার তিনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন৷
আরও পড়ুন, উপসর্গহীন আক্রান্তদের জন্য ৮০ শয্যার সেফ হোম চালু রাজ্য়ে, উদ্বোধন খাদ্যমন্ত্রীর
ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে রাতেই বর্ধমান থেকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ৷ বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তের ফোন ৷ কী কারণে তিনি এই কাজ করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সোনারপুর থানার পুলিশ৷