'আমাকে তোলাবাজ বললে কোর্টে নিয়ে যাব', মেয়ো রোড থেকে শুভেন্দুকে হুঁশিয়ারি অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন , 'আমার নাম নিয়ে যখন কথা বলে তখন বিজেপি নেতারা আমার নাম নিতে পারে না। কারণ এদের বুকের পাটা নেই। কিন্তা আমার নাম নিতে ভয় নেই। আমি নাম নিয়ে বলছি বেইমান গদ্দার শুভেন্দু অধিকারী। তোমার যদি বুকের পাটা থাকে তাহলে বল তোলাবাজের নাম অভিষেক ব্যানার্জি। যদি বলো তাহলে ১০ দিনের মধ্যে হাইকোর্টে নিয়ে গিয়ে মানহানির মামলা কর।'

তৃণমূল ছাত্রপরিষদের জন্মদিনের অনুষ্ঠানে একচেটিয়াভাবেই বিজেপিকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা দলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সরাসরি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে টার্গেট করেন। বলেন, বিজেপি নেতারা সরাসরি কখনও কোনও কথা বলেন না। ভাববাচ্ছে কথা সকলেই বলতে পারে। তারপরই তিনি রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের নাম করে করে আক্রমণ করেন। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন , 'আমার নাম নিয়ে যখন কথা বলে তখন বিজেপি নেতারা আমার নাম নিতে পারে না। কারণ এদের বুকের পাটা নেই। কিন্তা আমার নাম নিতে ভয় নেই। আমি নাম নিয়ে বলছি বেইমান গদ্দার শুভেন্দু অধিকারী। তোমার যদি বুকের পাটা থাকে তাহলে বল তোলাবাজের নাম অভিষেক ব্যানার্জি। যদি বলো তাহলে ১০ দিনের মধ্যে হাইকোর্টে নিয়ে গিয়ে মানহানির মামলা কর।'

Latest Videos

বাদ দেননি দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারকেও। তিনি বলেন 'আমি নাম নিয়ে বলছি দিলীপ ঘোষ গুন্ডা। সুকান্ত ও শুভেন্দু গদ্দার - এরা চায় বাংলাকে ভাগ করতে।' তারপরই তাঁর হুঁশিয়ারি 'এবার আমার নামে মামলা কর।'

এদিন অভিষেক দলের ছাত্র পরিষদের সভা সফল হয়েছে বলে দাবি করেন। পাশাপাশি তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন 'এই যে আজকে এত বড় সমাবেশ, আপনারা আমার কথা লিখে রাখুন, চার-পাঁচ দিনের মধ্যে আবার কিছু একটা করবে।' কারণ হিসেবে তিনি বলেন ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের বিরাট সমাবেশ হয়েছে।  তারপর দিনই  এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয়। এক দিনে আগেও নয় - এক দিন পরেও নয়। কেন পরের দিনই হানা- তা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। এদিন অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে দেওয়া যায় কিন্তু তাঁর মনের জোর ভেঙে দেওয়া যায় না। তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন দেখেই বড় হয়েছেন তিনি। দলের  কর্মীরাও এখনও উদ্দীপিত হয় মমতাকে দেখে। তবে আগামী দিনে তৃণমূল বাংলার গণ্ডী ছাড়িয়ে দেশে পৌঁছে যাবে বলেও আশা প্রকাশ করেন অভিষেক। বলেন, ইতিমধ্যেই দেশের কয়েকটি রাজ্যে পৌঁছে গেছে তৃণমূল। 

'চোর বললে জিভ টেনে ছিঁড়ে নিতে বলতাম', তৃণমূল ছাত্রপরিষদের মঞ্চে সিপিএম-বিজেপিকে আক্রমণ মমতার

'প্রয়োজনে অন্যের রক্ত ঝরবে', বাংলা ভাগের বিরোধিতায় সুর চড়ালেন উদয়ন গুহ

Puja Vacation: পুজোর ছুটি ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, দেখে নিন ছুটির তালিকা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : ছোট্ট অস্মিকার পাশে এবার শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন তিনি
‘Mamata Banerjee West Bengal-কে জঙ্গিদের হাতে তুলে দিতে চান’ মমতাকে চরম তুলোধোনা Suvendu Adhikari-র
মমতার খেলা ধরে ফেললেন শুভেন্দু | Suvendu on Mamta #shorts #suvenduadhikari #mamatabanerjee
'এখন থেকেই ব্যাগ গোছান, ২৬-এ ওরা ক্ষমতায় আসলে...' চরম সত্যটা বলে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari |
'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' | Suvendu Adhikari | BJP