ফের করোনার থাবা পুলিশ মহলে, করোনা আক্রান্ত হয়ে মৃত আরও এক পুলিশ অফিসার

Published : Nov 16, 2020, 06:14 PM ISTUpdated : Nov 16, 2020, 06:18 PM IST
ফের করোনার থাবা পুলিশ মহলে, করোনা আক্রান্ত হয়ে মৃত আরও এক পুলিশ অফিসার

সংক্ষিপ্ত

করোনা আক্রান্ত হয়ে পুলিশ অফিসারের মৃত্যু কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসার তিনি ফের করোনার থাব পুলিশ মহলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

উৎসবের আবহে আরও করোনা যোদ্ধার প্রাণ কাড়ল মারণ ভাইরাস। কলকাতা পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিকের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে সূত্রের খবর।

আরও পড়ুন-নতুন বছরের আগে মাঝেরহাট ব্রিজ উপহার দিচ্ছে রাজ্য, তেমনই ইঙ্গিত পূর্ত দফতরের

কিছুতেই থামছে না দুঃসংবাদ। ফের মৃত্যু, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর মানব বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মরত ছিলেন তিনি। উচ্চপদস্থ আধিকারিকের মৃত্যুতে শোকের ছায়া কলকাতা পুলিশ মহলে। 

আরও পড়ুন-আত্মরক্ষায় মহিলাদের কুংফু-ক্যারাটে প্রশিক্ষণ, পশ্চিম মেদিনীপুরে বিজেপির 'উমা' কর্মসূচি

কলকাতা পুলিশ জানিয়েছে কয়েকদিন আগেই করোনাভাইরাস আক্রান্ত হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয়েছিল কলকাতার একটি হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানব বন্দ্যোপাধ্যায়। মানব বন্দোপাধ্যায় মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
 

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর