শুরু হল আর্ন্তজাতিক বিজ্ঞান চলচিত্র উৎসব, শহরে স্কুল পড়ুয়াদের ছবি দেখাবে বিআইটিএম

  • কলকাতায় শুরু হল আর্ন্তজাতিক বিজ্ঞান চলচিত্র উৎসব
  • চলবে ২৩ শে ডিসেম্বর পর্যন্ত, বিআইটিএম কলকাতায়
  • শহরের বিভিন্ন প্রান্তের স্কুল ,এনজিও এখানে অংশ নিয়েছে
  • আজকের বিষয় হল শিশু উৎসব, রয়েছে স্ট্রিট ড্রামা 
     


শহর কলকাতায় শুরু হল আর্ন্তজাতিক বিজ্ঞান চলচিত্র উৎসব।  গোথে ইনস্টিটিউট ও ম্যাক্স মেলার ভবনের সহযোগিতায়,   ২৩ শে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত আর্ন্তজাতিক  বিজ্ঞান ফিল্ম ফেস্টিভ্য়ালটি চলবে বিআইটিএম কলকাতায়। ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমন্ষ্ক করতেই এই উদ্য়োগ। 

আরও পড়ুন, দূষণ কমাতে কলকাতা পুরসভার নয়া উদ্য়োগ, আসছে অত্য়াধুনিক প্রযুক্তির বায়ু পরিশোধক

Latest Videos

গোথে ইনস্টিটিউট ও ম্যাক্স মেলার ভবনের ডিরেক্টর   মিঃ ফ্রিসো মেকার এই আর্ন্তজাতিক বিজ্ঞান চলচিত্র উৎসবের উদ্বোধন করেন। গোথে ইনস্টিটিউট থেকে প্রাপ্ত চলচ্চিত্রগুলিই হল, আন্তর্জাতিক বিজ্ঞান উত্সবের আনুষ্ঠানিক প্রবেশিকা।আজ প্রধানত বিআইটিএম অর্থাৎ বিড়লা ইনড্রাসট্রিয়াল এন্ড টেকনোলজিক্য়াল মিউজিয়ামে, শহরের  বিভিন্ন প্রান্ত থেকে স্কুল ছাত্র থেকে শুরু করে বিভিন্ন এনজিও অংশ নেবে।  আজকে তাঁদের বিষয় হল, শিশু উৎসব। মূলত স্ট্রিট ড্রামাই রয়েছে, তার মধ্য়ে অন্য়তম।

আরও পড়ুন, সকাল-সন্ধ্যায় শীতের আমেজ চলবে, বলছে আবহাওয়া দফতর

 স্ক্রিনিং স্লটগুলি শহরের  বিভিন্ন প্রান্তের স্কুলগুলি বাছাই করতে পারে। সকাল ১০ থেকে ১১ টা বা সকাল ১১ থেকে ১২ অবধি রয়েছে এর সময়সীমা । অনুষ্ঠানের সময়কাল এবং শিক্ষার্থীদের ক্লাস স্কুল দ্বারা নির্বাচিত ফিল্ম অনুসারে হবে। সর্বনিম্ন ব্যাচের আকার ৫০ টি  এবং স্লট প্রতি সর্বোচ্চ ২০০ ও হতে পারে। তবে  ১৫০০ এরও বেশি শিক্ষার্থী অংশ নেওয়ার ব্য়বস্থা হয়েছে।


 

Share this article
click me!

Latest Videos

আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari