ঘাসফুলের প্রচারে হামলা নির্দল প্রার্থীর, মাথা ফাটল তৃণমূল নেতার

নির্দল ইস্যুতে গত কয়েকদিন ধরেই ব্যাপক শোরগোল চলছে বাংলার রাজনৈতিক ময়দানে। এদিকে নির্দল হিসাবে প্রার্থী পদ প্রত্যাহার না করায় অনেক তৃণমূল কর্মীকেই ইতিমধ্যেই দল থেকে ছাঁটাইও করা হয়েছে।

পৌরসভা ভোটের তালিকা প্রকাশ হতেই নির্দল কাঁটায় বিদ্ধ তৃণমূল। একাধিক এলাকায় দলের হয়ে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়াতে দেখা গিয়েছে তৃণমূল নেতাদের। যা নিয়ে তীব্র গত কয়েকদিন ধরেই ব্যাপক শোরগোল চলছে বাংলার রাজনৈতিক ময়দানে। এদিকে নির্দল হিসাবে প্রার্থী পদ প্রত্যাহার না করায় অনেক তৃণমূল কর্মীকেই ইতিমধ্যেই দল থেকে ছাঁটাইও করা হয়েছে। এমনকী কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফে। তারপরেও দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশই সার। প্রচারে বেরিয়ে নির্দল প্রার্থীর আক্রমণের শিকার এক তৃণমূল নেতা। 
যা নিয়ে ফের শুরু হয়েছে তীব্র শোরগোল। বসিরহাট মহকুমার বাদুড়িয়া পৌরসভার ১১নং ওয়ার্ডের ফরিদকাটিতে শনিবার বিকালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপঙ্কর ভট্টাচার্যের হয়ে প্রচার করতে বেরিয়ে ছিলেন স্থানীয় নেতা আসাদুল সর্দার। এই সময় অতর্কিতে সেই প্রচার মিছিলে আক্রমণ করে ১১ নম্বর ওয়ার্ডেরই নির্দল প্রার্থী কাসেম গাজীর দলবল। দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তখনই বাদুড়িয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী কাসেম গাজী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনায় গুরুতর আহত হন স্থানীয় তৃণমূল নেতা আসাদুল সর্দার। তার মাথা ফেটে যায়। দলীয় নেতাকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে। 
আরও পড়ুন- প্রার্থীপদ প্রত্যাহার না করলে সমস্ত নির্দল প্রার্থীকেই করা হবে বহিষ্কার, উত্তর ২৪ পরগনায় হুঁশিয়ারি তৃণমূলের
আরও পড়ুন- ফের বড়সড় ব্যাঙ্ক জালিয়াতি, হোম লোন নিতে গিয়ে সর্বস্ব খোয়ালেন বেহালার যুবক
ইতিমধ্যে ঘটনাটি নিয়ে বাদুড়িয়া থানায় দলীয়ভাবে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যে নির্দল প্রার্থীদের নিয়ে সোচ্চার হয়েছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর ফিরহাদ হাকিম। তারা একপ্রকার দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন কেউ যেন নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াই না করে। নয়তো তার বিরুদ্ধে দল যথোপযুক্ত ব্যবস্থা নেবে।কিন্তু সেই নির্দেশ অমান্য করেই বাদুড়িয়ায় একেবারে তৃণমূল নেতার উপরেই এই হামলার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে ইতিমধ্যেই বাংলার যে কটি পুরনিগমে ভোট হয়েছে সবকটিতেই বিরোধীদের ধরাশায়ী করে জয় ছিনিয়ে নিয়েছে শাসকদল। এমতাবস্থায় চলতি মাসের শেষেই ফের রয়েছে পুরভোট। তার আগে বসিরহাটের এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তবে এই ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা সেই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। 
আরও পড়ুন- ‘বিজেপিকে ভোট দিলেই হোলিতে বাড়ি বাড়ি ফ্রি গ্যাস’, উত্তরপ্রদেশের জনসভায় ‘শাহ অফার’ ঘিরে জোর চর্চা
আরও পড়ুন- জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার বলি মহিলা সহ ৩ যাত্রী, গুরুতর জখম কমপক্ষে ১২
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?