কত সম্পত্তির মালিক তৃণমূল প্রার্থী বাবুল ও শত্রুঘ্ন, জানুন হলফনামায় কী জানালেন তাঁরা

  আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে ভোট যুদ্ধে নামছেন শত্রুঘ্ন সিনহা। অপরদিকে বালিগঞ্জ বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে দাড়াচ্ছেন বাবুল সুপ্রিয়।  চলুন বাংলার এই দুই তৃণমূল প্রার্থী তথা বলিউডের অন্যতম সেলেবের  মোট সম্পত্তির পরিমাণ জেনে নেওয়া যাক।

রাজ্য়ে দোরগড়ায় উপনির্বাচন। একদিকে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে ভোট যুদ্ধে নামছেন শত্রুঘ্ন সিনহা। অপরদিকে বালিগঞ্জ বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে দাড়াচ্ছেন বাবুল সুপ্রিয়। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার সময়  বাবুল সুপ্রিয় এবং  শত্রুঘ্ন সিনহা দুজনেই তাঁধের হলফনামায় মোট সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছেন। চলুন বাংলার এই দুই তৃণমূল প্রার্থী তথা বলিউডের অন্যতম সেলেবের  মোট সম্পত্তির পরিমাণ জেনে নেওয়া যাক।

আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা বলিউডের এই সেলেব জানিয়েছেন, তার পুরো নাম শত্রুঘ্ন প্রসাদ সিনহা। বাবার নাম ভূণেশ্বর প্রসাদ সিনহা। তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামায় তার   মোট সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছেন  শত্রুঘ্ন সিনহা। সেই হলফনামায় উল্লেখ রয়েছে, শত্রুঘ্ন প্রসাদ সিনহা মোট সম্পত্তির পরিমাণ ১২ কোটি ৬ লক্ষ ৬৬ হাজার ৯০২ টাকা। তাঁর স্ত্রী পুনম সিনহার কাছে রয়েছে ১৭ কোটি ৫ লক্ষ ১৯ হাজার ৬২৫ টাকা। এছাড়া তাঁর হাতে রয়েছে নগদ ৩ লক্ষ ৬৯ হাজার ১৬ টাকা। স্ত্রী পুনম সিনহার কাছে রয়েছে নগদ ২ লক্ষ ৮৮ হাজার ৪০৫ টাকা। বাড়ি ঘর মিলিয়ে তার মোট সম্পত্তির পরিমাণ ১০২ কোটি ১৮ লক্ষ ৬৮ হাজার ৪০০ টাকা। পাশাপাশি দুজনের নামেই রয়েছে লোন।

Latest Videos

আরও পড়ুন, পাহাড়ে মমতা, ফের কী কারণে রাজভবনে মুখ্যসচিব-অর্থসচিবকে ডেকে পাঠালেন রাজ্যপাল

অপরদিকে বালিগঞ্জ বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে দাড়াচ্ছেন বাবুল সুপ্রিয়।  তিনি জানিয়েছেন, তার পুরো নাম  সুপ্রিয় বড়াল। তাঁকে বাংলায় পুরোনো বাসিন্দারা সবাই সুপ্রিয় বড়াল বলেই চেনে। তার বাবার নাম সুনীল চন্দ্র বড়াল। তিনি দুই বার আসানসোল কেন্দ্র থেকে বিজেপির হয়ে জয়ী হন। তাঁর বাড়ির ঠিকানা দেওয়া হয়েছে আসানসোলের। হলফনামা পেশ করার সময় বাবুল সুপ্রিয়ের হাতে ৪৭ হাজার টাকা এবং তাঁর স্ত্রী রচনা শর্মার হাতে নগদ ছিল ৩১ হাজার টাকা। ব্যাঙ্ক একাউন্ট, গাড়ি , গয়না মিলিয়ে বিভিন্ন ক্ষেত্রে সব মিলিয়ে মোট অর্থের পরিমাণ ২ কোটি ৪ লক্ষ ৮৪ হাজার ৮০১ টাকা। মোট ৫টি ফ্ল্যাট এং অন্যান্য সম্পত্তি মিলে মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২৭ লক্ষ টাকা। বাবুল সুপ্রিয়োর নামে বর্তমানে ১ কোটি ১১ লক্ষ ২৮ হাজার ৮৬৮ টাকার লোন রয়েছে। তাঁর স্ত্রীর নামে লোনের পরিমাণ ১৯ লক্ষ ১০ হাজার ৬৩২ টাকা।

 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari