পুরভোটের আবহে তপ্ত ব্যারকপুর, অপ্রীতিকর ঘটনা এড়াতে কতটা প্রস্তুত পুলিশ-প্রশাসন

Published : Feb 27, 2022, 05:22 AM IST
পুরভোটের আবহে তপ্ত ব্যারকপুর, অপ্রীতিকর ঘটনা এড়াতে কতটা প্রস্তুত পুলিশ-প্রশাসন

সংক্ষিপ্ত

নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীন ১৬ টি পৌরসভায় এদিন রয়েছে নির্বাচন।

পুরভোটের আবহে তপ্ত বাংলার মাটি। রবিবারই রাজ্যের ১০৮ টি পুরসভায় ভোটগ্রহণ। আর সেই নির্বাচনী আবহেই ফুটছে গোটা বাংলা। এরমধ্যেই নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীন ১৬ টি পৌরসভায় এদিন রয়েছে নির্বাচন। এদিকে নির্বাচনে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এখন থেকেই কোমড় বেঁধে নেমেছে রাজ্য সরকার তথা পুলিশ প্রশাসন। এদিন এই এলাকায় মোট ১১৫২ টি প্রেমিসেসে ২৮৪৩ টি বুথে ভোট গ্রহণ চলবে। প্রত্যেক বুথেই ২ জন করে সশস্ত্র পুলিশ কর্মী ও ১ জন লাঠিধারী পুলিশ কর্মী থাকবেন বলে জানা যাচ্ছে। একইসঙ্গে পুলিশের ২০০ টি টিম গোটা এলাকায় চক্করও কাটবে।

একইসাথে এলাকার প্রত্যেক থানায় ২ টি QRT টিম তৈরি করা হয়েছে। ৩০টি RFS, ৩৩ টি পয়েন্টে নাকা চেকিংও চালু রাখা হয়েছে পুলিশের তরফে। একইসঙ্গে নদীপথেও চলছে জোরদার পেট্রোলিং। অন্যদিকে এই এলাকায় নির্বাচন বিধি লাগু হওয়ার পর শনিবার পর্যন্ত  ১৪ টি কেস করা হয়েছে বলে ব্যারাকপুপ পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে। নির্বাচন বিধি ভঙ্গে অভিযোগে এখনও পর্যন্ত গোটা এলাকায় ১৭৫ জন গ্রেপ্তার হয়েছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি ৩৫০ জনকে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই কদিনে ১৯ টি আগ্নেয়াস্ত্র সহ ২০ জনকে গ্রেপ্তার  করা হয়েছে। ২৭ টি বোম উদ্ধার করা হয়েছে এলাকা থেকে। এই তথ্য সামনে আসতেই স্বভাবতই প্রশ্ন উঠছে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। যদিও পুলিশের দাবি আতঙ্কিত হওয়ার কোনও কারণই নেই। কারণ কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সদা প্রস্তুত রয়েছেন পুলিশ কর্মীরা। কিন্তু তারপরেও কমছে না উদ্বেগ। 

আরও পড়ুন-যুদ্ধ নয় শান্তি চাই, ভিন্টেজ কার নিয়েই কলকাতার রাস্তায় নেমে বড় চমক মদনের

আরও পড়ুন- কাজের চাপে আত্মহত্যা, রেলের কর্মীর মৃত্যু ঘিরে বিক্ষোভ হাওড়ার লিলুয়া ইয়ার্ডে

আরও পড়ুন- যুদ্ধের মধ্যেই ইউক্রেনে আটকে গাইঘাটার যুবক, উদ্বেগে গোটা পরিবার

সূত্রের খবর, রবিবার দিনভর আনুমানিক ১২ হাজার পুলিশ কর্মী নির্বাচনের সময় ডিউটিতে থাকবেন। এদের মধ্যে ৯ হাজার পুলিশ কর্মীকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছ। ভোটদাতাদের যাতে কোনোরকম অসুবিধার মধ্যে পড়তে না হয় সেই জন্য খোলা হয়েছে পুলিশ কন্ট্রোলরুম। ই-মেইলের মাধ্যমেও অভিযোগ ও মতামত জানাতে পারবেন ভোটাররা। সেই ব্যবস্থাও করা হয়েছে পুলিশের তরফে। এদিন ভোট ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা আরও জানান, “যেকোনও ভোটার সমস্যায় পড়লে তারা সব সময় তৎপর রয়েছে সবাই এসে ভোট দিন কারো কোনো সমস্যা হবেনা”। 

PREV
click me!

Recommended Stories

Today live News: 'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট