টানা বৃষ্টিতে নৌকা নামল ঠাকুরপুকুরে, 'মেলেনি প্রশাসনের সাহায্য়'

  • বৃষ্টিতে জলের তলায় ঠাকুরপুকুর এলাকা 
  • বাধ্য হয়ে এলাকায় নামাতে হয়েছে নৌকা 
  • 'কোনও পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনের তরফে' 
  • এমনটাই অভিযোগ জানাল এলাকাবাসী 
     

Asianet News Bangla | Published : Aug 21, 2020 11:17 AM IST

নিম্নচাপের জেরে অবিরাম বৃষ্টিতে বেহাল অবস্থা বেহালায়। জলের তলায় ঠাকুরপুকুর-সহ বিস্তীর্ণ এলাকা। বাধ্য হয়ে যাতায়াতের জন্য এলাকায় নামাতে হয়েছে নৌকা। এদিকে কার্যত জল নিকাশি ব্য়বস্থারও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনের তরফে, অভিযোগ এলাকাবাসীর।

আরও পড়ুন, ৬ মাসে ক্ষতি ১০ কোটি টাকা, চরম আর্থিক সঙ্কটে সায়েন্স সিটি, কেন্দ্রের কাছে সাহায্যের আবেদন

 ঠাকুরপুকুর ১২৪ নারকেল বাগান, বিদ্যাসাগর পল্লী, নেতাজি পল্লী, বকুল বীথি, পূর্ব চল এর পুরো এলাকা জলের তলায়। এলাকায় নামানো হল নৌকা। এলাকাবাসীদের বক্তব্য, 'দীর্ঘ ৩০ বছর ধরে এই অবস্থা। প্রশাসন প্রতি বছর আশ্বাস দেয় কিন্তু কোনও কাজ হয় না। এই এলাকার পাশে যে খাল থেকে নিকাশ এর জল বের হত, সেই খালে ৩ বছর ধরে কাজ হচ্ছে বলে অবস্থা খুব খারাপ'। এলাকা লোকেদের দাবি, '৩ বছর ধরে এই এলাকা একটু বৃষ্টি হলে ভেসে যাচ্ছে'। তাই বাধ্য হয়ে শুক্রবার এই এলাকায় নামানো হল নৌকা। 

আরও পড়ুন, লড়াই শেষ হাসপাতালে, করোনা আক্রান্ত কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিকের মৃত্যু

অপরদিকে, হাওয়া অফিস জানিয়েছে য়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টি হবে। এদিকে একটানা বৃষ্টি হলে ঠাকুরপুকুরের ওই সকল এলাকা আরও জলের নীচে নামবে। তাহলে বহু মানুষকে ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। এমনটাই আশঙ্কা করেছে এলাকারবাসীন্দারা।

Share this article
click me!