সংক্ষিপ্ত

  • করোনা নিয়ে কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিকের মৃত্যু 
  •  বেশ কয়েকদিন ধরে ঠান্ডা জ্বর সর্দি নিয়ে ভুগছিলেন তিনি 
  • তিনি বেসরকারি হাসপাতালে ভেল্টিলেশনে চিকিৎসাধীন ছিলেন 
  • তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে কলকাতা পুলিশের তরফে 


ফের করোনা আক্রান্ত কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিকের মৃত্যু। বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। শীর্ষ আধিকারিক উদয়শঙ্কর বন্দ্য়োপাধ্যায়ের মৃত্যুতে রীতিমত শোকস্তব্ধ পুলিশ প্রশাসন। শোকপ্রকাশ করা হয়েছে কলকাতা পুলিশের তরফে।

আরও পড়ুন, লকডাউনে বাতিল ট্রেন, এসএমএস না পেয়ে বৃষ্টিতে চরম ভোগান্তিতে যাত্রীরা


পুলিশ সূত্রে খবর,  শুক্রবার ভোর তিনটে নাগাদ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ওই শীর্ষ আধিকারিকের। বেশ কয়েকদিন ধরে ঠান্ডা জ্বর সর্দি নিয়ে ভুগছিলেন তিনি। পাশাপাশি সূত্র খবর, বেসরকারি হাসপাতালে ভেল্টিলেশনে ছিলেন কলকাতা পুলিশের ওই শীর্ষ আধিকারিক। ওই শীর্ষ আধিকারিকের মৃত্যুতে কলকাতা পুলিশের তরফে শোক প্রকাশ করে জানানো হয়েছে যে, 'উদয়শঙ্কর বন্দ্য়োপাধ্যায় সেন্ট্রাল ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে। প্রাণ হারালেন আজ। প্রয়াত সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি, এবং থাকব সর্বতোভাবে।'

আরও পড়ুন, কঠিন সময়ে সুবর্ণ সুযোগ, ডেটা এন্ট্রি অপারেটরের শূন্যপদে নিয়োগ শুরু রাজ্যে
 
কলকাতা পুলিশে করোনায় আক্রান্ত প্রায় ১,১০০। এদের মধ্যে ৯০০ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।  উল্লেখ্য,  ইতিমধ্যেই করোনা আক্রান্ত কলকাতা পুলিশের আরও ১ আধিকারিকের মৃত্যু হয়েছে।চিৎপুর থানায় কর্মরত অ্য়াসিট্য়ান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার ওই আধিকারিক তপন চন্দ্র কুমার বেশ কয়েক দিন ধরে করোনার উপসর্গে ভুগছিলেন।  বাঙুর হাসপাতালেও তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা হল না। প্রাণ হারিয়েছেন কলকাতা ট্রাফিক পুলিশের ইকুইপমেন্ট সেলের অফিসার ইন-চার্জ অভিজ্ঞান মুখোপাধ্যায়। তারপর তার চব্বিশ ঘন্টা না পেরোতেই মৃত্যু হয় হেস্টিংস থানার পুলিশকর্মী কৃষ্ণকান্ত বর্মনের। একের পর এক কলকাতা পুলিশ কর্মী ও আধিকারিকের মৃত্যুতে শোকস্তব্ধ প্রশাসন। 

 

 

উদয়শঙ্কর ব্যানার্জী। সেন্ট্রাল ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন...

Posted by Kolkata Police on Thursday, August 20, 2020

 

      

 

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে