পরীক্ষায় প্রস্তুতি ভাল না থাকায় ঘর ছেড়েছিলাম, জানাল বেলঘরিয়ার 'নিখোঁজ' ছাত্র

Published : Sep 03, 2020, 10:14 PM IST
পরীক্ষায় প্রস্তুতি ভাল না থাকায় ঘর ছেড়েছিলাম, জানাল বেলঘরিয়ার 'নিখোঁজ' ছাত্র

সংক্ষিপ্ত

অবশেষে হদিশ মিলল বেলঘরিয়ার নিখোঁজ ছাত্রের পরীক্ষার প্রস্তুতি ভাল না থাকায় ঘর ছাড়ে সে শিলিগুড়ি থেকে ঘরে ফিরিয়ে আনে পরিবার মুর্শিদাবাদে তাঁর স্কুটি ও হেলমেট পায় পুলিশ  

নিট পরীক্ষার প্রস্তুতি ভাল না থাকায় মন খারাপ ছিল। তাই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। বাড়ি ফিরে পরিবারের কাছে এমনটাই জানাল বেলঘরিয়া থেকে নিখোঁজ হওয়া ছাত্র রক্সিত মিত্তল। শিলিগুড়ি থেকে তাঁর ফোন পেয়ে তাঁকে বাড়ি ফিরিয়ে আনেন পরিবারের লোকেরা।

পুজো  দিতে গিয়ে রহস্যজনকভাবে বুধবার থেকে নিখোঁজ হয়েছিল বেলঘরিয়ায় অশোক মিত্তলের ছেলে রক্সিত। সম্ভাব্য জায়গায় খোঁজখুঁজির পর তাঁর হদিশ না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেছিল পরিবার। এরপরই মুর্শিদাবাদের বেলডাঙা থেকে তাঁর স্কুটি ও হেলমেটের উদ্ধার করে পুলিশ। তারপর থেকেই উগ্বেগ আর উৎকণ্ঠায় সময় কাটছিল পরিবারের।

পরিবারের লোকেরা জানায়, বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি থেকে রক্সিতের ফোন পায় তাঁরা। এরপরই এয়ারপোর্টের কাছ থেকে রক্সিতকে বাড়ি ফিরিয়ে আনেন তাঁরা। বাড়ি ফিরে রক্সিত জানায়,পরীক্ষার প্রস্তুতি ভাল ছিল না বলে বাড়ি ছেড়েছিলাম, মনের অবস্থা ভাল ছিল না। স্কুটিতে করেই মুর্শিদাবাদ পর্যন্ত যায় সে। সেখানে তেল ফুরিয়ে যাওয়ায় বাসে করে শিলিগুড়ি রওনা দেয়। 

PREV
click me!

Recommended Stories

Today Live News: বন্দে মাতরম নিয়ে সংসদে আলোচনার শুরু - দুপুর ১২টায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী