১ জানুয়ারি থেকে টানা ৪ দিন বন্ধ থাকবে বেলুড় মঠ, কী কারণে এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের

নতুন বছরের শুরুতেই বন্ধ থাকবে বেলুড় মঠ। কোভিড পরিস্থিতিকে প্রাধান্য দিয়েই ২০২২ সালের শুরুতেই  প্রথম চার দিন একটানা বন্ধ থাকবে বেলুড় মঠ।  

নতুন বছরের শুরুতেই বন্ধ থাকবে বেলুড় মঠ। কোভিড পরিস্থিতিকে (Covid Situation)প্রাধান্য দিয়েই ২০২২ সালের শুরুতেই  প্রথম চার দিন একটানা বন্ধ থাকবে বেলুড় মঠ। উল্লেখ্য প্রতিবছর কল্পতরু উৎসব প্রচুর মানুষ ভিড় করেন বেলুড় মঠে। গত বছরও করোনার কারণেই বেলুড় মঠ বন্ধ ছিল। এবারও তাই কোভিড পরিস্থিতিতে একই সিদ্ধান্ত নিল বেলুড় মঠ কর্তৃপক্ষ (Belur)।

বেলুড়মঠের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি টানা বন্ধ থাকবে বেলুড় মঠ। ৫ তারিখ থেকে ফের বেলুড় মঠে প্রবেশাধিকার থাকবে। ৫ জানুয়ারি থেকে পুরোনো নিয়ম মেনেই সকাল ৮ থেকে ১১ টা এবং দুপুর তিনটে থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভক্তদের প্রবেশাধিকার থাকবে। উল্লেখ্য, প্রতিবছর নতুন বছরের শুরুতেই হয় কল্পতরু উৎসব পালিত হয়। এই উৎসবে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা বেলুড়মঠে আসেন। তবে কল্পতরু উৎসবের পাশাপাশি এখানে অনেকেই দক্ষিণশ্বর-বেলুড়ে দর্শনীয় স্থান হিসেবেও ঘুরতে আসেন। তবে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রণ নিয়ে এমনিতেই চিন্তায় সারা দেশ তথা রাজ্য। তাই ওই দিনগুলিতে ভিড় হওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।  অপরদিকে আগামী বছর রামকৃষ্ণ বিশন ১২৫ বছর উপলক্ষ্য়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫তম বর্ষ উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকার  হাতে নিয়েছে একগুচ্ছ প্রকল্পও।

Latest Videos

প্রসঙ্গত, কোভিড বর্ষে একটানা বন্ধ থেকে বেলুড় মঠ।উল্লেখ্য, মঠের প্রবীণ সন্নাসীরা অনেকেই কোভিডে আক্রান্ত হওয়ার পর মাঝে দীর্ঘ সময় মঠ বন্ধ রাখতে হয়। সংক্রমণ ছড়ায় প্রথম বেলুড় চত্ত্বরে। বাইরে যাতায়াতের মাধ্যমেই কোনও না কোনওভাবে সেই সংক্রমণ মঠের অন্দরেও ছড়ায়। রাতারাতি বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়। মঠের প্রত্যেকের শারীরিক সুরক্ষার কথা ভেবে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠ। তারপর  ১৮ ই অগাষ্ট ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলে বেলুড় মঠের দরজা। এরপরে চলতি মাসের ১ তারিখ থেকে বেলুড় মঠ দর্শনের সময়সূচির পরিবর্তন করে বেলুড় মঠ কর্তৃপক্ষ। তারপর নতুন করে সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। কোভিড পরিস্থিতিতে প্রথমবার পুনরায় খোলা পর কড়া সতর্কতা জারি করা হয়। অপরদিকে, ২৬ ডিসেম্বর সারদা মায়ের জন্মদিন উপলক্ষ্য়ে বেলুড় মঠে প্রায় ৬০ হাজার ভক্ত আসেন। প্রবেশদ্বারে সেদিন স্যানিটাইজার সহ শরীরের তাপমাত্রাও চেক করা হয়। কিন্তু এবার আর সেই ঝুকি ফের নিতে রাজি নয় বেলুড় মঠ কর্তৃপক্ষ।

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের ছোট-মাঝারি-বড় সব মাথার ছাতা Mamata Banerjee', তীব্র আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, BGB'র বাধা! রক্ষা করতে এল BSF | Mekhliganj
পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য Canning-এ | South 4 Parganas News Today
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today