১৮ থেকে বাংলায় মৃতের সংখ্যা বেড়ে ২০, করোনায় আক্রান্ত ৪৬১

Published : Apr 26, 2020, 09:26 PM ISTUpdated : Apr 26, 2020, 09:42 PM IST
১৮ থেকে বাংলায় মৃতের সংখ্যা বেড়ে ২০, করোনায় আক্রান্ত ৪৬১

সংক্ষিপ্ত

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে ২ জনের মৃত্যু হয়েছে রাজ্য়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬১   রবিবার রাজ্যের বুলেটিন থেকে এই তথ্য পাওয়া গিয়েছে যদিও কেন্দ্রের সঙ্গে মিলছে না  এই রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে ২ জনের মৃত্যু হয়েছে। রাজ্য়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬১।  রবিবার রাজ্যের বুলেটিন থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। রিপোর্ট বলছে, নতুন  করে রাজ্য়ে করোনায়  আক্রান্ত হয়েছেন ৪০ জন। 

মমতার শোকজ্ঞাপনে নেই করোনায় মৃত্য়ুর উল্লেখ, স্বাস্থ্য় কর্তার মৃত্যুতে মমতার নিন্দা বাবুলের.

নতুন করে কেউ সুস্থ হয়ে বাড়ি না ফেরায় ১০৫ জনই এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের বুলেটিন বলছে, রাজ্য়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার পর্যন্ত রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১১। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আরও ৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে৷ শনিবার পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৫৭১।

লকডাউনে রেশন দুর্নীতি, বাড়িতেই মৌন প্রতিবাদ বঙ্গ বিজেপির...

শুক্রবারই রাজ্য়ের মুখ্য়সচিব রাজীব সিনহা জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্য়ে  করোনা পাওয়া গিয়েছে এরকম মৃতের সংখ্যা ৫৭। যদিও এদের মধ্য়ে কেবল ১৮ জনই করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। অন্য কারণে মৃত্যু হয়েছে ৩৯ জনের৷ তবে এদের প্রত্যেকের করোনা পজিটিভ ছিল৷  রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী,পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৬১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ বাংলায় করোনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে৷ একদিকে সংক্রমণ যেমন বাড়ছে উল্টোদিকে সুস্থও হচ্ছেন অনেকে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১০৫ জন করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

'তৃণমূলের নেতা-মন্ত্রীরা চাল-চোর', ত্রাণ নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের.

এদিকে রাজ্য়ে করোনায় মৃতের সংখ্য়া লুকোনোর অভিযোগ তুলেছে বিজেপি। রেশন দুর্নীতি নিয়ে রবিবারই মৌন প্রতিবাদে বাড়িতে বসেছেন রাজ্য় বিজেপির নেতারা। লকডাউনের মতো সময় শাসক দলের নেতারা রেশন লুঠ করছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ বাহিনী।

PREV
click me!

Recommended Stories

Today live News: এখনও নির্যাতিতার তরফে কোনও অভিযোগ নেই! আদৌ কি টিঁকবে কর্ণাটকের ডিজিপি রামচন্দ্র রাও মামলা?
রাষ্ট্রপতি ভবন ও সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টের ‘ই’গেটের ভিতরে 'মিট্টি ক্যাফে' উদ্বোধন