'বিজিবিএস সফল, ৪৮ ঘন্টায় সাড়ে ৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগ বাংলায়', বার্তা মমতার

Published : Apr 21, 2022, 04:17 PM ISTUpdated : Apr 21, 2022, 07:09 PM IST
'বিজিবিএস সফল, ৪৮ ঘন্টায় সাড়ে ৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগ বাংলায়',  বার্তা মমতার

সংক্ষিপ্ত

'বিজিবিএস সফল, আগামী ফেব্রুয়ারিতে ফের সম্মলন', বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে ঘোষণা মমতার।

'বিজিবিএস সফল, আগামী ফেব্রুয়ারিতে ফের সম্মলন', বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে ঘোষণা মমতার। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে ১, ২, ৩ ফেব্রুয়ারি আয়োজিত হবে পরবর্তী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বিজিবিএস সম্পূর্ণ সফল বলেই এদিন দাবি করলেন মুখ্যমন্ত্রী। শিল্প সম্মেলন চলাকালীন ৪৮ ঘন্টার মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে বাংলায়, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলায় ব্যাপক লগ্নি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন,  শিল্প সম্মেলন চলাকালীন ৪৮ ঘন্টার মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে বাংলায়। এছাড়াও ৪০ লক্ষ চাকরির প্রস্তাব এসেছে বাংলায়।' মমতা আরও বলেন, এবােরর বাণিজ্য সম্মেলনে মোট ১৩৭ টি মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজ্যের অণ্ডাল এবং বাগডোগরা এবার অন্তর্দেশীয় থেকে আন্তর্জাতিক বিমানবন্দর হবে। যা মূলত রাজ্যের মুকুটে নয়া পালক। '

আরও পড়ুন, রাজ্যে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ, ২৫ হাজারেরও বেশি চাকরি, আদানির মুখে মমতার প্রশংসা

তবে বাণিঝ্য সম্মেলনের শেষ দিতে পরের বছরের তারিখও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে ১, ২, ৩ ফেব্রুয়ারি আয়োজিত হবে পরবর্তী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।   উল্লেখ্য, এবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আসরে  মোট ১৪ টি দেশের প্রতিনিধিরা  যোগ দিয়েছে। মঙ্গলবারেই সেজে ওঠে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার। আমেরিকা, ইতালি, নেদারল্যান্ড, জার্মানি, বাংলাদেশ, ভুটান, অস্ট্রেলিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, জাপান কেনিয়ার মতো শিল্প প্রতিনিধিরা এখানে যোগ দিচ্ছেন। উল্লেখ্য, মমতার সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর এবার প্রথম সম্মেলন হল। বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলার প্রশংসার সুর শোনা গিয়েছে গৌতম আদানির মুখে।

আরও পড়ুন, 'সুকান্তের অভিজ্ঞতা কম', বিজেপি নেতাদের পরপর পদত্যাগে বিস্ফোরক দিলীপ

দুদিন ব্যাপী সম্মেলনের প্রথম দিনের বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি দিল আদানি এবং হিরানন্দানি শিল্পগোষ্ঠী। যার ফলে রাজ্য জুড়ে বিরাট কর্মসংস্থান হতে চলেছে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এই প্রথমবার রাজ্যে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। তিনি বলেন, এই রাজ্য নারী ক্ষমতায়নে কীভাবে অগ্রণী ভূমিকা নিয়েছে, তার বিবরণ দিতে গিয়ে মমতার উদ্দেশ্য়ে বলেন, আপনি সেই ঐতিহ্য সগৌরবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই রাজ্য একটি বদ্বীপের মতো। আর আপনি সেই রাজ্যে শিল্প, সংষ্কৃতি, প্রশাসনিক দক্ষতার মিশেলে এক বদ্বীপের মতোই।আপনার জনপ্রিয়তার কোনও তুলনা নেই।'

আরও পড়ুন, রেপের সংখ্যা বেড়েই চলেছে রাজ্যে, ফের ধর্ষণ করে খুন ? মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার মেদিনীপুরে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?